দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী এমপি বলেছেন, প্রধান মন্ত্রী দিন–রাত দেশের মানুষের কথা চিন্তা করে যাচ্ছেন। অতীতেও দেশকে নিয়ে স্বাধীনতা বিরোধী চক্র সক্রিয় ছিল। তিনি বলেন, সকল বাঁধা বিপত্তি পেরিয়ে প্রধানমন্ত্রীর দক্ষ নেতৃত্বে দেশ সামনে আরো এগিয়ে যাবে।
তিনি গতকাল বুধবার দেশব্যাপী বিএনপি–জামাতের সন্ত্রাস, নৈরাজ্য ও অগ্নিসংযোগের প্রতিবাদে পটিয়া পৌরসভা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। পটিয়া পৌরসভা আওয়ামী লীগের সভাপতি আলমগীর আলমের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক এমএনএ নাছিরের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন পৌরমেয়র ও উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আইয়ুব বাবুল, দক্ষিণ জেলা আ.লীগের সদস্য নাছির উদ্দীন, ডিএম জমির উদ্দীন, প্রজ্ঞাজ্যেতি বড়ুয়া লিটন, ফজলুল হক আল্লাই, নাছির উদ্দীন, কাউন্সিলর গোফরান রানা, মো সাইফুল্লাহ্, মন্জুরুল আলম, জয়নাল আবেদীন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।











