নাশকতাকারীদের প্রতিরোধ করতে সবাইকে সোচ্চার হতে হবে

মুক্তিযোদ্ধা সংসদ নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময়কালে সিএমপি কমিশনার

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ১ আগস্ট, ২০২৪ at ১০:২৯ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার মো. সাইফুল ইসলাম বলেছেন, মুক্তিযুদ্ধ এখনও শেষ হয়নি। দেশকে নিরাপদ রাখতে হলে নাশকতাকারীদের প্রতিরোধ করার জন্য বীর মুক্তিযোদ্ধাদের সন্তানসহ সবাইকে সোচ্চার থাকতে হবে। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ও জেলা ইউনিট কমান্ডের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। গতকাল বুধবার সকাল সাড়ে ১০টায় নগরীর দামপাড়াস্থ সিএমপির সম্মেলন কক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সিএমপি কমিশনারকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে ‘সংগ্রামেআন্দোলনে গৌরব গাঁথায় শেখ হাসিনা’ আলোকচিত্র সংকলন তুলে দেওয়া হয়।

সিএমপি কমিশনার বলেন, বীর মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। ১৯৭১ সালের ২৫ মার্চ কালো রাতে পাকিস্তানি হানাদার বাহিনী যখন বাঙালি জাতির উপর হামলা করলো তখন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বীর মুক্তিযোদ্ধারা জীবনবাজি রেখে মহান মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশ নেন। এ সময়ে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসরদের বিতাড়িত করার মাধ্যমে আমরা স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ পেলেও আসল মুক্তিযুদ্ধ এখনও শেষ হয়নি।

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ইউনিট কমান্ডার মুক্তিযোদ্ধা মোজাফফর আহমদ বলেন, দেশের উন্নয়ন বাধাগ্রস্ত করতে স্বাধীনতা বিরোধী জামায়াতশিবির জঙ্গীরা এখনো তৎপর রয়েছে। তাদের বিরুদ্ধে সতর্ক থেকে সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূল করতে হবে। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম জেলার ভারপ্রাপ্ত কমান্ডার বীর মুক্তিযোদ্ধা একেএম সরোয়ার কামাল, মহানগরের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শহীদুল হক চৌধুরী সৈয়দ, ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. নূর উদ্দিন, সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র বিশ্বাস, খোরশেদ আলম, এফএফ আকবর খান, অধ্যাপক ডা. মাসুদ আহমেদ, আবুল কাশেম ও সৈয়দ আবদুল গণি।

সভায় উপস্থিত ছিলেন সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার আ স ম মাহতাব উদ্দিন, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মাসুদ আহমেদ, অতিরিক্ত পুলিশ কমিশনার আবদুল ওয়ারীশ, উপ পুলিশ কমিশনার মোস্তাইন হোসেন, অতিরিক্ত উপপুলিশ কমিশনার পঙ্কজ দত্ত প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধছাগলকাণ্ডে আলোচিত মতিউর স্বেচ্ছা অবসরে
পরবর্তী নিবন্ধসরকার নিজেদের রক্ষায় যা ইচ্ছা তাই করছে : মির্জা ফখরুল