নোংরা পরিবেশে খাবার প্রস্তুত, জরিমানা গুণল কর্ণফুলীর তিন হোটেল রেস্তোরাঁ

কর্ণফুলী প্রতিনিধি | বুধবার , ৩১ জুলাই, ২০২৪ at ৬:২৬ অপরাহ্ণ

নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও সরবরাহের অপরাধে চট্টগ্রামের কর্ণফুলীতে তিনটি হোটেল ও রেস্তোরাঁকে ৭০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

আজ বুধবার দুপুর থেকে বিকেল পর্যন্ত উপজেলার মইজ্জ্যারটেক এলাকায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা জান্নাতের পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এসব প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।

অভিযানে প্রয়োজনীয় লাইসেন্স না থাকা, নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও সরবরাহের অপরাধে মইজ্জ্যারটেক এলাকার নিউ মদিনা হোটেল ও বিরিয়ানি হাউজকে ৩০ হাজার, আল আকসা হোটেলকে ২০ হাজার এবং মক্কা হোটেলকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়াও তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন থাকায় একই এলাকায় অভিযান চালিয়ে আরও দুই দোকানিকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়।

জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান ম্যাজিস্ট্রেট মাসুমা জান্নাত।

পূর্ববর্তী নিবন্ধবোয়ালখালীতে বন্যহাতির আক্রমণে একজনের মৃত্যু
পরবর্তী নিবন্ধপেকুয়ায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে আহত ৩