সিএসইতে লেনদেন ৯.৫৭ কোটি টাকা

আজাদী ডেস্ক | বুধবার , ৩১ জুলাই, ২০২৪ at ১১:৩৯ পূর্বাহ্ণ

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে গতকাল মঙ্গলবার লেনদেন হয়েছে ৯.৫৭ কোটি টাকা। ৫,৭৭৫ টি লেনদেনের মাধ্যমে মোট ২৭.৯২ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ১৩২.১৮ পয়েন্ট কমেছে, যা হলো ১৫,১৪১.৩৮ পয়েন্টে এবং সিএসই৫০ মূল্যসূচক ৮.২৫ পয়েন্ট কমেছে, যা হলো ১,০৮৬.০৬ তে। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্সএর মূল্যসূচক ১০.২৩ পয়েন্ট কমেছে, যা হলো ৯৮১.৮০ পয়েন্টে। সিএসই এসমেক্স ইনডেক্সএর মূল্যসূচক গতকাল অপরিবর্তিত ছিল, যা হলো ৩,০৪১.৭৭ পয়েন্ট। গতকাল দিনশেষে সিএসইর বাজার মূলধণের পরিমাণ হলো ৬৮৫,৩৪২.৫৮ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৪৩৮,৬৯১.২৫ কোটি টাকা। সিএসইতে ৬৪২ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ১৯৪ টির, এর মধ্যে দাম বেড়েছে ৯টির, দাম কমেছে ১৬৫টির আর অপরিবর্তিত রয়েছে ২০টির।

পূর্ববর্তী নিবন্ধচোখের জলেও নদী হয়
পরবর্তী নিবন্ধবিকেলের মধ্যে চালু হচ্ছে ফেসবুক-ইউটিউব : পলক