কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতায় আহতদের খোঁজ–খবর নেওয়ার ধারাবাহিকতায় এবার ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল মঙ্গলবার বিকাল ৫টায় সেখানে গিয়ে চিকিৎসাধীন ব্যক্তিদের সঙ্গে কথা বলেন, তাদের চিকিৎসার খোঁজ নেন সরকারপ্রধান। আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশনা দিয়েছেন তিনি। খবর বিডিনিউজের।
গুরুতর আহতদের কষ্ট দেখে এবং তাদের সঙ্গে হওয়া বর্বরতার কথা শুনে আবেগাপ্লুত হতে দেখা যায় আওয়ামী লীগ সভাপতিকে শেখ হাসিনাকে। তিনি আহতদের যথাযথ চিকিৎসার আশ্বাস দেন এবং তাদের দ্রুত আরোগ্য কামনা করেন।
সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক মো. শফিকুর রহমান আহতদের চিকিৎসায় নেওয়া পদক্ষেপের কথা প্রধানমন্ত্রীকে অবহিত করেন। গত কয়েকদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ন্যাশনাল ইনস্টিটিউট অব ট্রমাটোলজি অ্যান্ড অর্থোপেডিক রিহ্যাবিলিটেশন–নিটর (পঙ্গু হাসপাতাল), ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল, রাজারবাগে কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল পরিদর্শন করেন এবং চিকিৎসাধীন আহতদের খোঁজ–খবর নেন। আহতদের সুচিকিৎসা নিশ্চিতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।
এছাড়া সাম্প্রতিক সংঘাতে ক্ষতিগ্রস্ত মিরপুর–১০ নম্বর মেট্রোরেল স্টেশন, বাংলাদেশ টেলিভিশন ভবন, সেতু ভবন, দুর্যোগ ব্যবস্থাপনা ভবন, এঙপ্রেসওয়ের টোল প্লাজা পরিদর্শন করেন প্রধানমন্ত্রী।