স্বাধীনতা বিরোধীরা এখনো ষড়যন্ত্রে লিপ্ত

শোক পালন কর্মসূচিতে বক্তারা

আজাদী ডেস্ক | বুধবার , ৩১ জুলাই, ২০২৪ at ৬:২০ পূর্বাহ্ণ

কোটা আন্দোলনকে ঘিরে নিহত ব্যক্তিদের স্মরণে গতকাল মঙ্গলবার দেশব্যাপী শোক পালন করা হয়েছে। এদিন চট্টগ্রাম নগরী ও বিভিন্ন উপজেলায় কালো ব্যাজ ধারণ, দোয়া মাহফিল ও বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়।

মহানগর আওয়ামী লীগ : রাষ্ট্রীয় কর্মসূচির অংশ হিসেবে নাশকতায় শাহাদাত বরণকারীদের রূহের মাগফেরাত ২য় পৃষ্ঠার ২য় কলাম

ও আহতদের দ্রুত সুস্থতা কামনায় গতকাল বাদ আছর কদম মোবারক শাহী জামে মসজিদে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের দোয়া ও মিলাদ মাহফিল এবং সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়।

এ সময় সংগঠনের সভাপতি মাহতাব উদ্দীন চৌধুরী বলেছেন, ছাত্র আন্দোলনকে পুঁজি করে স্বাধীনতাবিরোধী ও যুদ্ধাপরাধীদের দোসর বিএনপিজামায়াত শিবির চক্রের পরিকল্পিত নাশকতা ও নৈরাজ্য সৃষ্টির মাধ্যমে সরকার উৎখাতের অপচেষ্টা ব্যর্থ হলেও এখনো নানাভাবে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তাদের নাশকতা ও ধ্বংসযজ্ঞে যে সকল অমূল্য প্রাণ বিসর্জন হয়েছে ঐ অপশক্তিকে সমূলে নির্মূল করার মধ্য দিয়েই শাহাদাত বরণকারীদের প্রতি শ্রদ্ধা ও সম্মান প্রদর্শনে জাতিকে ঐক্যবদ্ধ হতে হবে।

সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, সরকার ছাত্রদের কোটা বিরোধী আন্দোলনের প্রতি সহানুভূতিশীল হয়ে তাদের দাবিগুলো যৌক্তিক বিবেচনায় পূরণ করার পরও তাদের একাংশকে স্বাধীনতা ও রাষ্ট্র বিরোধী বিএনপিজামায়াতশিবির চক্র সরকার উৎখাতের অশুভ খেলায় মেতে উঠে যে নাশকতা ও নৈরাজ্যের দাবানল জ্বালিয়েছে তাতে তাদেরকেই নিক্ষেপ করতে হবে। তিনি সকল স্তরের নেতাকর্মীদের প্রতি পাড়ায়মহল্লায় গিয়ে ঘরে ঘরে দেশপ্রেমিক জনগণকে বিএনপিজামায়াতশিবিরসহ স্বধীনতাবিরোধী অপশক্তিকে নির্মূল করার প্রত্যয়ে উজ্জীবিত করার আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সহসভাপতি নঈম উদ্দিন চৌধুরী, এডভোকেট ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, খোরশেদ আলম সুজন, উপদেষ্টা এ.কে.এম বেলায়েত হোসেন, সফর আলী, শেখ মাহমুদ ইসহাক, সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, শফিক আদনান, চৌধুরী হাসান মাহমুদ হাসনি, সম্পাদক মন্ডলীর সদস্য শফিকুল ইসলাম ফারুক, সৈয়দ হাসান মাহমুদ সমশের, এডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুুরী, মশিউর রহমান চৌধুরী, মোহাম্মদ হোসেন, দিদারুল আলম চৌধুরী, মাহবুবুল হক মিয়া, আবু তাহের, শহিদুল আলম, মহিউদ্দিন বাচ্চু এমপি, নির্বাহী সদস্য সৈয়দ আমিনুল হক, পেয়ার মোহাম্মদ, দোস্ত মোহাম্মদ, গাজী শফিউল আজিম, বখতেয়ার উদ্দিন খান, জাফর আলম চৌধুরী, নিছার আহমদ মঞ্জু, বেলাল আহমেদ প্রমুখ।

চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ : গতকাল উত্তর জেলা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত দোয়া মাহফিলে সংগঠনের সভাপতি মোহাম্মদ আবদুস সালাম বলেন, জামাত বিএনপির সন্ত্রাসীরা কোটা চায়নি। তারা চেয়েছিল কোটার বিরোধী কোমলমতি ছাত্র ছাত্রীদের সাথে মিশে সরকারের সুদৃঢ় অবস্থানকে বেসামাল করে তোলা।

শেখ মো. আতাউর রহমানের সঞ্চালনায় দোয়া মাহফিলে বক্তব্য রাখেন সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. মঈনুদ্দিন, এড. মো. ফখরুদ্দিন, মহিউদ্দিন আহমদ রাসেদ, আবুল কালাম আজাদ, এ টি এম পেয়ারুল ইসলাম, আফতাব উদ্দিন চৌধুরী, নুরুল আনোয়ার চৌধুরী বাহার, দেবাশীষ পালিত, জসীম উদ্দিন শাহ, জাফর আহমদ, আলাউদ্দিন সাবেরী, নজরুল ইসলাম তালুকদার, আ স ম ইয়াছিন মাহমুদ, সদস্য ফোরকান উদ্দিন আহমদ, মো. সেলিম উদ্দিন, সাহেদ সরওয়ার শামিম, হাসিবুন সোহাদ চৌধুরী সাকিব, আকতার উদ্দিন মাহমুদ পারভেজ, মনজুর মোর্শেদ ফিরোজ, সফিকুল ইসলাম, সেলিম সাজ্জাদ, হারুনুর রশিদ, মো. সফি, নাসির উদ্দিন রিয়াজ, তানভীর হোসেন তপু, রেজাউল করিম, সৈয়দা রিফাত আক্তার নিশু প্রমুখ।

দক্ষিণ জেলা আওয়ামী লীগ : কোটা আন্দোলন ঘিরে সহিংসতায় নিহতের স্মরণে রাষ্ট্রীয় শোক পালন উপলক্ষে দক্ষিণ জেলা আওয়ামী লীগের উদ্যোগে এক শোক সভা ও দোয়া মাহফিল সংগঠনের সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী এমপির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মফিজুর রহমানের সঞ্চালনায় গতকাল বিকেল ৫টায় সংগঠনের আন্দরকিল্লাস্থ কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য রাখেন সংগঠনের সহসভাপতি এড. মুজিবুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক প্রদীপ কুমার দাশ, এড. জহির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আ ম ম টিপু সুলতান চৌধুরী, নুরুল আবছার চৌধুরী, বোরহান উদ্দিন এমরান, আমানুর রশিদ হিরু, আবদুল কাদের সুজন, বিজয় কুমার বড়ুয়া, মাহবুবুর রহমান শিবলী, খালেদা আক্তার চৌধুরী, এড. আবদুর রশিদ, মো. ফারুক, আবসার উদ্দিন সেলিম, জসিম উদ্দিন, আবুল কালাম আজাদ, উপদেষ্টা সিরাজুল ইসলাম, সদস্য নঈমুল হক পারভেজ, মো. নাছির উদ্দিন, মুজাহিদ বিন কায়সার, আবদুল কৈয়ুম চৌধুরী, রেজাউল করিম রাজা, নুরুল হাকিম, আতিকুর রহমান চৌধুরী প্রমুখ।

চট্টগ্রাম জেলা পরিষদ : কোটা আন্দোলনে নিহত, পুলিশ, শিক্ষার্থী ও সাধারণ জনতার আত্মার মাগফেরাত কামনায় গতকাল চট্টগ্রাম জেলা পরিষদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান এ টি এম পেয়ারুল ইসলাম, প্রধান নির্বাহী কর্মকর্তা শাব্বির ইকবাল, নির্বাহী কর্মকর্তা মো. দিদারুল আলম, নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মনিরুল ইসলাম, প্যানেল চেয়ারম্যান নুরুল মোস্তফা সিকদার সংগ্রাম, শহীদুল ইসলাম পিন্টু, বীর মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ ইদ্রিস, বীর মুক্তিযোদ্ধা মনির আহমদসহ জেলা পরিষদের কর্মকর্তাকর্মচারীবৃন্দ।

পটিয়া উপজেলা : পটিয়া প্রতিনিধি জানান, গতকাল জোহরের নামাজের পর পটিয়া উপজেলা পরিষদ জামে মসজিদে শোক ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার আলাউদ্দীন ভুঞা জনীর সভাপতিত্বে পটিয়া উপজেলা পরিষদ ও ইসলামী ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে আয়োজিত এ মাহফিলে প্রধান অতিথি ছিলেন দক্ষিণ জেলা আ. লীগের সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী এমপি। বিশেষ অতিথি ছিলেন পটিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. দিদারুল আলম দিদার। উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা আ. লীগের নির্বাহী কমিটির সদস্য নাছির উদ্দিন, পটিয়া পৌর আওয়ামী লীগের সভাপতি আলমগীর আলম, সাধারণ সম্পাদক এম এন এ নাছির, শোভনদন্ডী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এহছানুল হক, বীর মুক্তিযোদ্ধা আবু তাহের, মো. নুরুল করিম, সামশেদ হিরু, মোহাম্মদ হারুন, জাহাঙ্গীর আলম প্রমুখ।

মীরসরাই আওয়ামী লীগ : মীরসরাই প্রতিনিধি জানান, মীরসরাই উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে গতকাল বিকেল ৩টায় দলের কার্যালয়ে কালো ব্যাচ ধারণসহ এক আলোচনা ও দোয়া মাহফিল উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একেএম জাহাঙ্গীর ভূঞার সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সহসভাপতি মনছুর ভূঞা, সরওয়ার ভূঞা, ভিপি নিজাম উদ্দিন, এম সিরাজ উদৌল্লাহ, যুগ্ম সম্পাদক আবুল হোসেন, কামরুল হাসান, আলতাফ হোসেন, কামরুল ইসলাম, পৌর মেয়র গিয়াস উদ্দিন, জাফর উদ্দিন প্রমুখ। আলোচনা শেষে আন্দোলনে নিহত শিক্ষার্থীদের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।

বাঁশখালী উপজেলা : বাঁশখালী প্রতিনিধি জানান, গতকাল বিকেলে বাঁশখালী উপজেলা পরিষদের উদ্যোগে দোয়া মাহফিল ও স্মরণসভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদের চেয়ারম্যান ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক মো. খোরশেদ আলমের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন চাম্বল ইউনিয়নের চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরী, বাহারছড়া ইউনিয়নের চেয়ারম্যান রেজাউল করিম চৌধুরী, কাথরিয়া ইউপির সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদিন চৌধুরী, যুবলীগ নেতা লোকমান করিব বাবুল, তৌহিদুল হক, হারুনুর রশিদ, হামিদ হোসাইন, ছৈয়দুল আলম, জামাল উদ্দীন, এনাম, করিম, সাহাব উদ্দিন হিরো, রাশেদ, জিয়াউদ্দিন আরিফ, সাজ্জাদ হোসেন শাওন, এস.এম মনসুর, ফারুক চৌধুরী, ফাহিম প্রমুখ।

জেলা পিপি কার্যালয় : রাষ্ট্রীয় শোকের অংশ হিসেবে গতকাল শোক সভা করেছে চট্টগ্রাম জেলা পাবলিক প্রসিকিউটর কার্যালয়। আদালত ভবনে জেলা পিপি শেখ ইফতেখার সাইমুল চৌধুরীর সভাপতিত্বে এ শোক সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে শহীদদের আত্মার শান্তি কামনা করে ১ মিনিট নিরবতা পালন করা হয়। এরপর বক্তব্য রাখেন জেলা পিপি। এ সময় উপস্থিত ছিলেন জেলার অন্যান্য আইন কর্মকর্তা যথাক্রমে বজলুর রশিদ মিন্টু, ভবতোষ নাথ, পাপড়ি সুলতানা, মোহাম্মদ মহসিন, আজাহারুল হক, তপন কুমার দাশ, মনজুরুল আলম চৌধুরী, বিবেকানন্দ চৌধুরী, জাহিদুল ইসলাম, মো. আফজাল হোসাইন, মো. রবিউল আলম, টিপুশীল জয়দেব, তানজিলা মান্নান জুতি ও মাসুদুল আলম।

ফিরিঙ্গী বাজার ওয়ার্ড : নগরীর ৩৩ নং ফিরিঙ্গীবাজার ওয়ার্ড কাউন্সলর হাসান মুরাদ বিপ্লবের উদ্যোগে আব্দুর রহমান দোভাষ মসজিদে গতকাল বাদ জোহর দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়। এতে আরো উপস্থিত ছিলেন কোতোয়ালী থানা আওয়ামী লীগের সম্পাদক মন্ডলী সদস্য মোসলেহ উদ্দিন দিদার, ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল মাবুদ, সম্পাদক মন্ডলী সদস্য মো. জহিরুল ইসলাম, মহানগর যুবলীগের সাবেক সদস্য খোরশেদ আলম রহমান, ইউনিট আওয়ামী লীগের সভাপতি হারুন অর রশিদ, তানভীর আহমেদ রিংকু, মহানগর যুবলীগ নেতা তাজউদ্দিন রিজভী, আব্দুল্লাহ আল মামুন, জাহাঙ্গীর আলম, নগর স্বেচ্ছাসেবক লীগ নেতা এনামুল হক, আব্দুল মতিন, যুবলীগ নেতা সামিউল হাসান রুমন, মিনারুল ইসলাম মিনু প্রমুখ।

নাসিরাবাদ ওয়ার্ড আওয়ামী লীগ : গতকাল সকালে ৪২ নং নাসিরাবাদ (সাংগঠনিক) ওয়ার্ড ও ক, , গ ইউনিট আওয়ামী লীগের উদ্যোগে শোক সভা অনুষ্ঠিত হয়। ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এম.. তাহেরের সভাপতিত্বে ও শেখ ফরিদ চশমা ইউনিট আওয়ামী লীগের সভাপতি শাহিনুল আলম শাহীনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন ৮ নং শুলকবহর ওয়ার্ড কাউন্সিলর মো. মোরশেদ আলম। আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা মাহফুজুর রহমান বাবুল, মাসুদ খান, সালাউদ্দীন লেদু, আল মাসুদ চৌধুরী হিরু, আব্দুল মান্নান, নজরুল ইসলাম, আব্দুস সালাম, মো. মানিক, মো. আসাদ, আখতার হোসেন নাসির, মোতালেব সরকার, মো. নুর ইসলাম, মো. মনসুর, মাহবুব আলম প্রমুখ।

প্রগতিশীল নাগরিক সমাজ : গতকাল প্রগতিশীল নাগরিক সমাজের উদ্যোগে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে নাগরিক সমাবেশে অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা লায়ন হায়দার আলী চৌধুরীর সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আলী আহমদ, মোহাম্মদ হোসেন, সাধন দাশ, ম্যাভেন গোমেজ, প্রণতি ভট্টাচার্য, কবিতা আক্তার পপি, শায়লা আক্তার কেয়া ও রেখা বড়ুয়া প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধমুচলেকা দিয়ে ছাড়া পেলেন ১৬ শিক্ষার্থী, গ্রেপ্তার ৪
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে আজও ১৬ ঘণ্টা কারফিউ শিথিল