কাল থেকে চলবে স্বল্প দূরত্বের ট্রেন

চট্টগ্রাম-নাজিরহাট কমিউটার ট্রেন চলবে, তেলবাহী ট্রেন চালু

আজাদী প্রতিবেদন | বুধবার , ৩১ জুলাই, ২০২৪ at ৬:১২ পূর্বাহ্ণ

আগামীকাল বৃহস্পতিবার থেকে স্বল্প দূরত্বে যাত্রীবাহী মেইল, লোকাল ও কমিউটার ট্রেন চালুর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। কারফিউ শিথিল সময়ে এই ট্রেন চালানো হবে। পরিস্থিতি বিবেচনায় পরবর্তীতে দূরপাল্লার ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গেছে। গতকাল মঙ্গলবার রেলপথ মন্ত্রণালয়ের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতার জেরে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হয়ে এলেও নিরাপত্তার কারণে ট্রেন বন্ধ রয়েছে। তবে আগামীকাল থেকে স্বল্প দূরত্বে ট্রেন চলাচল করবে বলে জানিয়েছে রেলওয়ে।

গতকাল মঙ্গলবার দুপুরে রেল ভবনের সভাকক্ষে এক বৈঠকে বাংলাদেশ রেলওয়ের ট্রেন চলানোর এ সিদ্ধান্ত নেওয়া হয়। রেলমন্ত্রী জিল্লুল হাকিমের সভাপতিত্বে এ বৈঠকে রেলপথ সচিব, রেলওয়ের মহাপরিচালকসহ রেলের ঊর্ধ্বতন কর্মকর্তা, পুলিশ ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে জানতে চাইলে রেলের মহাপরিচালক সরদার সাহাদাত আলী বলেন, মেইল, লোকাল ও কমিউটার ট্রেন চলানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরে আন্তঃনগর ট্রেন চালুর সিদ্ধান্ত আসবে।

এই ব্যাপারে রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় রেলওয়ে ম্যানেজার (ডিআরএম) প্রকৌশলী মোহাম্মদ সাইফুল ইসলাম আজাদীকে বলেন, মেইল, লোকাল ও কমিউটার ট্রেন চলানোর সিদ্ধান্ত হয়েছে। চট্টগ্রাম থেকে শুধু নাজিরহাটে একটি কমিউটার ট্রেন চলবে।

রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার উদ্দেশ্যে তিতাস কমিউটার ছাড়াও ঢাকা থেকে নরসিংদী, টাঙ্গাইল, জয়দেবপুর, নারায়ণগঞ্জের মধ্যে কয়েকটি কমিউটার ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দেশের অন্যান্য স্থানেও স্বল্প দূরত্বে কমিউটার ট্রেন চলাচল করতে পারে।

রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ইফতেকার আলম রাজন বলেন, কারফিউ শিথিল থাকা অবস্থায় ১ আগস্ট থেকে স্বল্প দূরত্বে ট্রেন চলাচল শুরু হবে। তবে আন্তঃনগর ট্রেন চলাচলের বিষয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। এর আগে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতার জেরে গত ১৮ জুলাই থেকে যাত্রী ও মালবাহী ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এরপর সরকারি নির্দেশনায় অনির্দিষ্টকালের জন্য সারা দেশে ট্রেন চলাচল বন্ধ ঘোষণা করে রেল কর্তৃপক্ষ।

তেলবাহী ট্রেন চালু রয়েছে : চট্টগ্রাম থেকে বিজিবি, পুলিশ ও আরএনবি পাহারায় দেশের বিভিন্ন গন্তব্যে জ্বালানী তেল ও বিদ্যুৎ কেন্দ্রের ফার্নেস অয়েল পরিবহন করা হচ্ছে। চট্টগ্রাম রেল স্টেশনের ম্যানেজার মো. মনিরুজ্জামান আজাদীকে বলেন, আজকে (গতকাল মঙ্গলবার) চট্টগ্রাম থেকে দুটি ফার্নেল অয়েল ও একটি জ্বালানী তেলের গাড়ি চট্টগ্রাম থেকে ছেড়ে গেছে। এরমধ্যে দোহাজারী ও হাটহাজারী বিদ্যুৎ কেন্দ্রে ফার্নেল অয়েলের দুটি এবং সিলেটে একটি জ্বালানী তেলের ট্রেন গেছে।

পূর্ববর্তী নিবন্ধচাক্তাই-খাতুনগঞ্জে ব্যবসায় সংকট
পরবর্তী নিবন্ধকেটে ফেলা ৭৪টি গাড়ি বিক্রি হবে কেজি দরে