আমি শ্রমিক

ইলিয়াস হোসেন | সোমবার , ২২ জুলাই, ২০২৪ at ৬:০৫ পূর্বাহ্ণ

বাবা মা’র অভাবের ঘরে বেড়ে উঠছি আমি

হাভাতে তাই কাটছে দিন জানেন অন্তর্যামী।

অর্থাভাবে স্কুলের দরজায় কভু হয়নি যাওয়া

ধনীর পানে হাত বাড়ালে নিত্য খাই ধাওয়া।

শিশু বয়সে শ্রমিক হয়ে কাজ করছি দিনভর

কভু করছি রাস্তা নির্মাণ কভু বা ইটের ঘর।

রোদ বৃষ্টিতে কাজ করেও পাইনা ধনীর মন

মনের অজান্তে ভুল করে গালি খাই সর্বক্ষণ।

আমি অমানুষ ছোট্ট জাত অসভ্য আর ইতর

এমন ভাবনা পোষণ করে তারা মনের ভিতর।

আমার শ্রমে করে আরাম হাকায় দামি গাড়ি

কভু দেয় না ন্যায্য মজুরি করে বাড়াবাড়ি।

সতত আমি পরিশ্রমের ন্যায্য মজুরি চাই

অবহেলা উৎপীড়ন নয় স্নেহ যেনো পাই।

পূর্ববর্তী নিবন্ধবই হোক অবসরের সঙ্গী
পরবর্তী নিবন্ধশিষ্টাচার মানুষের অন্যতম প্রধান গুণ