রাউজান কালচারাল পার্কে কবিতা উৎসব

রাউজান প্রতিনিধি | মঙ্গলবার , ৩০ জুলাই, ২০২৪ at ১১:৩৪ পূর্বাহ্ণ

দেশের নানামুখি সংকটময় পরিস্থিতিতে যখন শিশু কিশোরদের নিয়ে অভিভাবকগণ উদ্বেগ উৎকন্ঠায় আছেন। ঠিক তখনই উৎকন্ঠিত মানুষের মাঝে কিছুটা স্বস্তি ও শিশুদের মানসিক প্রশান্তির পরশ দিতে পশ্চিম গুজরা ইউনিয়নের সাংস্কৃতিক কেন্দ্র কালচারাল পার্ক আয়োজন করেছে শিশু, কিশোরদের নিয়ে কবিতা উৎসব। গত শনিবার এই উৎসবের উদ্বোধন করেন দৈনিক আজাদীর সহযোগী সম্পাদক রাশেদ রউফ। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অংগ্যজাই মারমা। স্বাগত বক্তব্য রাখেন পার্কের প্রতিষ্ঠাতা ডা.নান্টু বড়ুয়া। কবিতা পাঠের আসর শেষে অংশগ্রহনকারীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। স্বাগত বক্তব্য রাখেন পার্ক পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক প্রনব বড়ুয়া। শিক্ষক রাসেল বড়ুয়ার সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন শিশু সাহিত্যিক উৎপল কান্তি বড়ুয়া, সুপ্রতিম বড়ুয়া, শীলাদাশ গুপ্ত, তিমির কান্তি বড়ুয়া, এসএম ইউছুপ উদ্দিন প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধচন্দ্রঘোনায় ফাঁস দিয়ে এক ব্যক্তির মৃত্যু
পরবর্তী নিবন্ধস্বাধীনতা বিরোধীরাই সন্ত্রাস ও দেশবিরোধী কর্মকান্ডে জড়িত