৪৩নং আমিন শিল্পাঞ্চল ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে সংগঠনের সভাপতি আলহাজ মাহবুব আলম কোম্পানীর সভাপতিত্বে ও এ ইউনিট আওয়ামী লীগের সভাপতি মামুনুর রশীদ মামুনের সঞ্চালনায় সাংগঠনিক কর্মসূচি নির্ধারণ উপলক্ষে এক মতবিনিময় সভা গত ২৮ জুলাই অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন ওয়ার্ড আওয়ামী লীগ সাবেক ভারপ্রাপ্ত সভাপতি রুহুল আমিন মুন্সী, সাবেক সহ–সভাপতি আবদুল লতিফ, নুরুল আলম ও জাহের সওদাগর, সি ইউনিট আওয়ামী লীগের সভাপতি লাল মিয়া, সাধারণ সম্পাদক এম. জে আবেদীন লিটন, সিনিয়র সহ–সভাপতি কামাল হোসেন টিটু, সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম খান, এ ইউনিট আওয়ামী লীগের সহ–সভাপতি মিজানুর রহমান, বি ইউনিট আওয়ামী লীগের সম্পাদক মন্ডলীর সদস্য শাহাবুদ্দিন, মোহাম্মদ হেলাল, মো. কামাল, মোহাম্মদ হোসেন, মোহাম্মদ কাওসার, মোহাম্মদ এনাম প্রমুখ। বক্তারা বলেন, কোটা সংস্কারের নামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে বিএনপি–জামায়াত সন্ত্রাসী নৈরাজ্যের মাধ্যমে দেশকে অর্থনৈতিকভাবে পঙ্গু করে দেওয়ার লক্ষ্যে সারাদেশে অগ্নিসন্ত্রাস, সরকারি প্রতিষ্ঠানে ধ্বংসযজ্ঞ চালিয়ে ব্যাপক ক্ষয়–ক্ষতি সাধন করেছে যা মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানিয়েছে। সভায় রাজপথের আন্দোলনে নিহতদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয়। নেতৃবৃন্দ বিএনপি জামায়াতের যে কোন ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে প্রতিহত করার আহবান জানান। প্রেস বিজ্ঞপ্তি।