গ্রেপ্তার ৯ জনের রিমান্ড মঞ্জুর

বহদ্দারহাট পুলিশ বক্সে হামলা

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ৩০ জুলাই, ২০২৪ at ১১:২৫ পূর্বাহ্ণ

কোটা বিরোধী আন্দোলনকে ঘিরে নগরীর বহদ্দারহাট পুলিশ বক্সে হামলা এবং ফায়ার সার্ভিসের গাড়ি ভাঙচুরসহ পৃথক দুটি নাশকতার মামলায় ৯ জনের একদিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

তারা হলেন, মোহাম্মদ জিয়া, ফায়াজ, তৈমুর রহমান, শাহরিয়ার সাদমান করিম প্রকাশ সামির, মো. জালাল উদ্দিন প্রকাশ মুনতাসির, মাসুদ রানা, আব্দুর রহিম, আনিসুর রহমান প্রকাশ আনিছ ও মো. ইসমাইল হোসেন সিকদার প্রকাশ রুবেল। গতকাল চট্টগ্রামের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল দেবের আদালত তাদের রিমান্ড মঞ্জুর করেন। একই আদালত পৃথক দুটি মামলার মধ্যে একটি মামলায় সাইহান মাহমুদ শিহাব ও মো. সাঈদ নামের দুজনকে জেল গেটে জিজ্ঞাসাবাদের জন্য নির্দেশও দিয়েছেন।

নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) মফিজুর রহমান আজাদীকে এ তথ্য নিশ্চিত করে বলেন, পাঁচদিন করে রিমান্ড চেয়ে আবেদন করলে বিচারক ৯ জনের একদিন করে রিমান্ড মঞ্জুর করেন এবং দুজনকে জেল গেটে জিজ্ঞাসাবাদের জন্য নির্দেশ দেন। আদালতসূত্র জানায়, গত ১৭ ও ২০ জুলাই চান্দগাঁও থানায় পৃথক মামলা দুটি দায়ের হয়।

পূর্ববর্তী নিবন্ধবঙ্গবন্ধু আওয়ামী পরিষদের বিক্ষোভ সমাবেশ
পরবর্তী নিবন্ধবঙ্গোপসাগরের গুলীদ্ধারে ট্রলারডুবি ২৫ জেলে উদ্ধার, নিখোঁজ ২