বাংলাদেশের আম নেবে চীন, মিলেছে অনুমতি

| মঙ্গলবার , ৩০ জুলাই, ২০২৪ at ১১:১৪ পূর্বাহ্ণ

বাংলাদেশ থেকে তাজা আম আমদানির অনুমোদন দিয়েছে চীনের কাস্টম কর্তৃপক্ষ।

গতকাল সোমবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে চীনা দূতাবাস বলেছে, শনিবার চীনের জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন অব কাস্টমস এ ঘোষণা দিয়েছে। ওই ঘোষণায় বাংলাদেশ থেকে তাজা আম আমদানির ক্ষেত্রে রোগবালাই ও কীটনাশকমুক্ত হওয়ার শর্ত দেওয়া হয়েছে। খবর বিডিনিউজের।

চলতি মওসুমে ৩৮টি দেশে ৩ হাজার ১০০ টন আম রপ্তানির লক্ষ্য নির্ধারণ করেছে সরকার; এখন এর সঙ্গে যুক্ত হচ্ছে চীনের বাজার।

কৃষি মন্ত্রণালয়ের পরিসংখ্যানে দেখা যায়, গত বছরের ৩ অগাস্ট পর্যন্ত ২ হাজার ৭০০ টন আম রপ্তানি হয়েছে, যা ২০২২ সালের তুলনায় ১ হাজার টন বেশি। চীনা দূতাবাস বলছে, বাংলাদেশ থেকে চীনের আম আমদানির বিষয়ে ‘ফাইটোস্যানিটারি’ শর্তাবলি নিয়ে ১০ জুলাই বেইজিংয়ে দুই দেশ একটি প্রটোকল সই করেছে।

পূর্ববর্তী নিবন্ধগত ২৪ ঘণ্টায় দেশে ৭ জন করোনা আক্রান্ত
পরবর্তী নিবন্ধনিউইয়র্কে গুলিবিদ্ধ হয়ে নিহত ১