কক্সবাজারে আবার চোখ রাঙাচ্ছে ডেঙ্গু

২৪ ঘণ্টায় শনাক্ত ৪০ জন

কক্সবাজার প্রতিনিধি | মঙ্গলবার , ৩০ জুলাই, ২০২৪ at ১০:৪২ পূর্বাহ্ণ

কক্সবাজারে আবারও চোখ রাঙাচ্ছে ডেঙ্গু। প্রতিনিয়ত বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। জেলার বিভিন্ন হাসপাতালে ২৪ ঘণ্টায় ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে ৪০ জন রোগী ভর্তি হয়েছেন। এমন অবস্থায় ডেঙ্গু আক্রান্তদের ওয়ার্ডের ভেতর মেঝেতে রেখেও চিকিৎসা দিচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। ডেঙ্গু আক্রান্ত মো. শাকের আলম জানান, মশার কামড় থেকে নিজেকে সুরক্ষা রাখতে খুবই সর্তক ছিলাম। তবে হঠাৎ জ্বর অনুভব হলেই পরীক্ষায় জানা যায় ডেঙ্গুতে আক্রান্ত হয়েছি।

গত চারদিন ধরে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন তিনি। রেনুয়ারা বেগম ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তিনি জানান, হঠাৎ জ্বর মাথা ব্যাথা অনুভব করি। পরে পরীক্ষা দিলে ডেঙ্গু ধরা পড়ে। ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩ দিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছি।

কক্সবাজার জেলা সদর হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ ডা. রাজীব নাথ বলেন, ডেঙ্গু থেকে বাঁচতে সচেতনতার কোনো বিকল্প নেই। নিয়মিত মশারি ব্যবহার এবং আক্রান্ত হলে দ্রুত কাছের হাসপাতালে যাওয়ার পরামর্শ দেন এই চিকিৎসক।

কক্সবাজারে গত জুন মাসে বিভিন্ন হাসপাতালে ভর্তি ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ছিল ২৬৩ জন। যা জুলাই মাসে এসে দাঁড়িয়েছে ৫৩৬ জনে। এছাড়া জুলাই মাসে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে দুই জনের। জেলা সিভিল সার্জন কার্যালয় হতে প্রাপ্ত তথ্য মতে, এই বছরের জানুয়ারি থেকে ২৮ জুলাই পর্যন্ত জেলায় ডেঙ্গু রোগে আক্রান্তের সংখ্যা ২৭৩৬ জন। যার মধ্যে রোহিঙ্গা ২১০৯ জন। এবং ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন ৩ জন রোহিঙ্গাও।

কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আশিকুর রহমান বলেন, জমে থাকা বৃষ্টির পানিতে এডিস মশার বংশ বিস্তার হয়, যেটি ডেঙ্গু জ্বরের জন্য দায়ী। ডেঙ্গু জ্বর প্রতিরোধ করার জন্য একমাত্র উপায় হচ্ছে এডিস মশার বংশ বিস্তার রোধ করা। এটি করতে না পারলে চিকিৎসা দিয়ে সম্ভব হবে না।

পূর্ববর্তী নিবন্ধআসতে পারে বেশ কিছু সাংগঠনিক নির্দেশনা
পরবর্তী নিবন্ধসহিংসতার দায়ে গ্রেপ্তার দুষ্কৃতিদের জন্য তদবির করলে সাংগঠনিক ব্যবস্থা