চিলড্রেন্স ভিলেজ ও মেন্টরস চট্টগ্রামের মধ্যে সমঝোতা স্মারক অনুষ্ঠান

| সোমবার , ২৯ জুলাই, ২০২৪ at ১০:৫০ পূর্বাহ্ণ

এস ও এস চিলড্রেন্স ভিলেজ চট্টগ্রাম ও মেন্টরস চট্টগ্রামের উদ্যোগে একটি সমঝোতা স্মারক অনুষ্ঠান গতকাল রবিবার এস ও এস চিলড্রেন্স ভিলেজ চট্টগ্রাম প্রাঙ্গণে সম্পন্ন হয়।

সাইনিং অনুষ্ঠানে এস ও এস চিলড্রেন্স ভিলেজ চট্টগ্রামের পরিচালক মো: ইসমাইল হোসেন খান ও মেন্টরস চট্টগ্রামের ম্যানেজিং পার্টনার মানজুমা মুর্শেদসহ দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এস ও এস চিলড্রেন্স ভিলেজ চট্টগ্রামের পরিচালক মো. ইসমাইল হোসেন খান বলেন, বিশ্বের ১৩০ টি দেশে এস ও এসের কার্যক্রম চলমান রয়েছে। সমাজের অসহায় ও প্রান্তিক জনগোষ্ঠীকে শিক্ষা, স্বাস্থ্য, সুরক্ষা ও দক্ষতামূলক প্রশিক্ষণ ও লাইভলিহুড সহায়তার মাধ্যমে স্বাবলম্বি করে গড়ে তোলার লক্ষে কাজ করে যাচ্ছে এস ও এস। তিনি আরো বলেন, বর্তমান আধুনিক লেখা পড়ায় ইংরেজি ভাষায় দক্ষতা থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিশু এবং যুবকদের ইংরেজি ভাষায় দক্ষতা বৃদ্ধির মাধ্যমে আগামী যুগোপযোগী আধুনিক শিক্ষায় নিজেদেরকে প্রস্তুত করতে হবে। তিনি আশাবাদ ব্যাক্ত করেন মেন্টরস চট্টগ্রামের সাথে সমঝোতা স্মারকটি এই লক্ষ্যে কাজ করবে এবং এসওএস চিলড্রেন্স ভিলেজ চট্টগ্রামের শিশু ও যুবকদের শিক্ষা ক্ষেত্রে তাদের সহায়তা অব্যাহত থাকবে। অনুষ্ঠানের শেষ পর্যায়ে উভয়পক্ষ হতে সমঝোতা চুক্তি হস্তান্তর করার মাধ্যমে অনুষ্ঠানটি সমাপ্ত হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধএভারেস্ট ক্ষ্যাপাটে
পরবর্তী নিবন্ধ‘সড়ক যানজট মুক্ত রাখতে চালকদের মাঝে সচেতনতা সৃষ্টি করতে হবে’