বিজিএমইএ হাসপাতালে হলো ক্যান্সার রোগীর অস্ত্রোপচার

| সোমবার , ২৯ জুলাই, ২০২৪ at ১০:৪১ পূর্বাহ্ণ

নগরের ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউট সংলগ্ন বিজিএমইএ হাসপাতালে স্তন ক্যান্সারে আক্রান্ত রোগীর অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। শনিবার (২৭ জুলাই) লে. কর্নেল মোহাম্মদ তারেকুল ইসলাম ও অ্যানেস্থেসিওলজিস্ট লে. কর্নেল জাহিদুল ইসলামের সমন্বয়ে গঠিত ৬ সদস্যের টিম অস্ত্রোপচারটি করেন।

বিজিএমইএ হাসপাতালে পোশাক শিল্প শ্রমিকদের স্বাস্থ্যসেবা দেওয়ার পাশাপাশি স্থানীয় জনসাধারণের জন্য স্বল্পমূল্যে নরমাল ও সিজারিয়ান ডেলিভারি, হিস্টেরকটমি, পিওথলির পাথর, হার্নিয়া, অ্যাপেন্ডিসেকটমি, হাইড্রোসিল ও নাক, কান, গলাসহ সব ধরনের অস্ত্রোপচার করা হয়। বিজিএমইএর প্রথম সহসভাপতি সৈয়দ নজরুল ইসলাম আশাবাদ ব্যক্ত করে বলেন, পোশাক শিল্প প্রতিষ্ঠানের শ্রমিক কর্মচারীদের পাশাপাশি এ অঞ্চলের সাধারণ নাগরিকদের স্বাস্থ্যসেবার মানোন্নয়নে বিজিএমইএ হাসপাতালটি এ অঞ্চলের একটি আদর্শ হাসপাতালে পরিণত হবে। সহসভাপতি রাকিবুল আলম চৌধুরী বলেন, শ্রমিকদের সুস্বাস্থ্যের বিষয়টিকে আমরা সবসময় অগ্রাধিকার হিসেবে বিবেচনা করি। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরাঙ্গুনিয়া দরবারে বেতাগি আস্তানায় ওরশ মাহফিল
পরবর্তী নিবন্ধবাঁশখালীতে স্বামী সুদর্শানন্দ পুরী মহারাজের স্মরণানুষ্ঠান