নগরের ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউট সংলগ্ন বিজিএমইএ হাসপাতালে স্তন ক্যান্সারে আক্রান্ত রোগীর অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। শনিবার (২৭ জুলাই) লে. কর্নেল মোহাম্মদ তারেকুল ইসলাম ও অ্যানেস্থেসিওলজিস্ট লে. কর্নেল জাহিদুল ইসলামের সমন্বয়ে গঠিত ৬ সদস্যের টিম অস্ত্রোপচারটি করেন।
বিজিএমইএ হাসপাতালে পোশাক শিল্প শ্রমিকদের স্বাস্থ্যসেবা দেওয়ার পাশাপাশি স্থানীয় জনসাধারণের জন্য স্বল্পমূল্যে নরমাল ও সিজারিয়ান ডেলিভারি, হিস্টেরকটমি, পিওথলির পাথর, হার্নিয়া, অ্যাপেন্ডিসেকটমি, হাইড্রোসিল ও নাক, কান, গলাসহ সব ধরনের অস্ত্রোপচার করা হয়। বিজিএমইএর প্রথম সহ–সভাপতি সৈয়দ নজরুল ইসলাম আশাবাদ ব্যক্ত করে বলেন, পোশাক শিল্প প্রতিষ্ঠানের শ্রমিক কর্মচারীদের পাশাপাশি এ অঞ্চলের সাধারণ নাগরিকদের স্বাস্থ্যসেবার মানোন্নয়নে বিজিএমইএ হাসপাতালটি এ অঞ্চলের একটি আদর্শ হাসপাতালে পরিণত হবে। সহ–সভাপতি রাকিবুল আলম চৌধুরী বলেন, শ্রমিকদের সুস্বাস্থ্যের বিষয়টিকে আমরা সবসময় অগ্রাধিকার হিসেবে বিবেচনা করি। প্রেস বিজ্ঞপ্তি।