প্রগতিশীল নাগরিক সমাজের মুক্তিযোদ্ধা-জনতা সমাবেশ

| সোমবার , ২৯ জুলাই, ২০২৪ at ১০:৪০ পূর্বাহ্ণ

প্রগতিশীল নাগরিক সমাজের উদ্যোগে সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হায়দার আলী চৌধুরীর সভাপতিত্বে চেরাগী পাহাড় চত্বরে এক মুক্তিযোদ্ধাজনতা সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতির বক্তব্যে হায়দার আলী চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমাজের অবহেলিত পিছিয়ে পড়া অনগ্রসর জনগোষ্ঠীর একমাত্র অভিভাবক ও আস্থার ঠিকানা। তিনি জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদেরকে সর্বোচ্চ সম্মান প্রদর্শন করার জন্য দেশবাসীর প্রতি নির্দেশনা প্রদান করায় দেশপ্রেমিক মুক্তিযোদ্ধা জনতা তাঁর প্রতি চিরকৃতজ্ঞ থাকবে। এমন পরীক্ষিত জনদরদী সরকার প্রধান শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে দেশে নৈরাজ্য ও সহিংসতা সৃষ্টির জন্য একাত্তরের পরাজিত শক্তির সকল ষড়যন্ত্র বীর মুক্তিযোদ্ধা জনতা ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করে দাঁতভাঙা জবাব দিতে সদাসর্বদা প্রস্তুত আছে এবং ভবিষ্যতেও থাকবে। সমাবেশে বক্তব্য রাখেন আলী আহমদ, দুলাল মহারাজ, মোহাম্মদ আবদুল মান্নান, মুক্তা খান, তানিয়া আক্তার, বিষ্ণু দেবনাথ, কবিতা আক্তার পপি, পিনাকী মিত্র দে, অজূফা বেগম প্রমুখ। সমাবেশ শেষে এক মিছিল নিয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে এসে শেষ হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর আলম
পরবর্তী নিবন্ধপথচারীদের মাঝে এনএনকে ফাউন্ডেশনের খাবার বিতরণ