অষ্টম সোনা জিতেও স্বাদ মেটেনি ড্রেসেলের

স্পোর্টস ডেস্ক | সোমবার , ২৯ জুলাই, ২০২৪ at ১০:২৭ পূর্বাহ্ণ

কেলেব ড্রেসের পুলে নামবেন আর সোনা জিতবেন, এটা তো একরকম নিয়মই হয়ে দাঁড়িয়েছে। ব্রাজিলের রিও ডি জেনেরি থেকে জাপানের টোকিও হয়ে এবার প্যারিসেও দেখা গেল সেই চেনা দৃশ্য। আরও একটি সোনা জিতলেন আমেরিকার এই গ্রেট।

তবে এই সাফল্যের স্বাদ তার কাছে পুরোনো হয়না একটুও। ২৭ বছর বয়সী সাঁতারু বললেন, এই অষ্টম সোনা জিতেও তার ভালো লাগছে প্রথম জয়ের মতোই। প্যারিস অলিম্পিকের ১০০ মিটার ফ্রি স্টাইল রিলে সাঁতারে গত শনিবার যুক্তরাষ্ট্রের হয়ে সোনাজয়ী দলে ছিলেন ড্রেসেল। এই ইভেন্টে রুপা জয় করে অস্ট্রেলিয়া। আর ব্রোঞ্জ জিতেছে ইতালি। এই নিয়ে টানা তিনটি অলিম্পিকের ১০০ মিটার ফ্রি স্টাইল রিলের সোনা জিতল যুক্তরাষ্ট্র। তিনটিতেই ছিলেন ড্রেসেল। ২০১৬ অলিম্পিকে তিনি ১০০ মিটার ফ্রি স্টাইল ও ১০০ মিটার মিডলি রিলেতে সোনা জয়ী দলে ছিলেন। গত অলিম্পিকেও এই দুটি রিলে জয়ের পাশাপাশি তিনটি ব্যক্তিগত সোনা জিতেছিলেন তিনি। এবারও শুরু হলো আরেকটি সোনা জিতে।

পোডিয়ামে যখন দাঁড়ালেন তিনি, দেশের জাতীয় সঙ্গীত যখন বাজছে আর গৌরবে উড়ছে দেশের পতাকা, ড্রেসেলের মুখে তখন ছিল চওড়া হাসি। তবে একটু পরে যখন পরিবারের কাছে গেলেন তিনি, আলিঙ্গনে জড়ালেন নিজের পাঁচ মাস বয়সী ছেলেকে, তার দু চোখ বেয়ে তখন নামল প্লাবন। পোডিয়ামে দাঁড়িয়ে দেশের পতাকা উড়তে দেখার এই অনুভূতি আসলে ব্যাখ্যা করে বোঝানো যায় না। প্রথম সোনা জয়ের অনুভূতি মনে আছে আমার। এখনও অনুভূতি একই রকমের। এবারও এটা সত্যিকার অর্থেই স্পেশাল একটা মুহূর্ত এবং এই ছেলেদের কাছ থেকে এটা কেউ কেড়ে নিতে পারবে না। ওদের সঙ্গে এখানে থাকতে পারা দারুণ এবং প্রথম সোনা জয়ের স্মৃতি আবার মনে পড়ছে আমার। এই অনুভূতি কখনও পুরোনো হয় না। ড্রেসেল এ দিন ছিলেন রিলের ‘অ্যাঙ্কর।’ সোনাজয়ী দলের অন্যরা হলেন জ্যাক অ্যালেঙি, হান্টার আর্মস্ট্রং ও ক্রিস গিলানো। আর্মস্ট্রংয়ের এটি দ্বিতীয় অলিম্পিক স্বর্ণ পদক। অন্য দুজনের জন্য এটি প্রথম।

পূর্ববর্তী নিবন্ধবেনজীর পরিবারের অস্বাভাবিক লেনদেনের প্রমাণ পেয়েছে দুদক
পরবর্তী নিবন্ধশত বছরের রেকর্ড ভাঙলেন টিটমাস