মেট্রোরেলে নাশকতা : রিজভী, পরোয়ার ও নুর রিমান্ডে

| সোমবার , ২৯ জুলাই, ২০২৪ at ১০:১৬ পূর্বাহ্ণ

কোটা সংস্কার আন্দোলনের মধ্যে ঢাকার কাজীপাড়ায় মেট্রোরেল স্টেশনে অগ্নিসংযোগের মামলায় বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এবং গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরসহ আটজনকে জিজ্ঞসাবাদের জন্য ৫ দিনের পুলিশ হেফাজতে পাঠিয়েছে আদালত। ঢাকার মহানগর হাকিম মইনুল ইসলাম গতকাল রোববার পুলিশের করা রিমান্ড আবেদনের শুনানি শেষে এ আদেশ দেন। খবর বিডিনিউজের।

রিজভী, পরওয়ার, নুর ছাড়া বাকি পাঁচজন হলেনবিএনপির সাংগঠনিক সম্পাদক কাজী সায়েদুল আলম বাবুল, ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব আমিনুল হক, বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক এমএ সালাম ও বিএনপির সমর্থক মাহমুদুস সালেহীন। তাদের মধ্যে ডাকসুর সাবেক ভিপি নুর সেতু ভবনে ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় এবং রিজভী পল্টন মডেল থানার মামলায় রিমান্ড শেষে কারাগারে রয়েছেন। বাকি ছয়জন বিটিভি ভবনে ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় পাঁচ দিনের রিমান্ড শেষে কারাগারে রয়েছেন। মামলার তদন্ত কর্মকর্তা পল্লবী জোনাল টিমের পুলিশ পরিদর্শক মো. আসাদুজ্জামান মুন্সী গত শুক্রবার আসামিদের দশ দিনের রিমান্ডে চেয়ে আবেদন করেছিলেন। রোববার সে বিষয়ে শুনানি হয়। আসামিদের পক্ষে শুনানি করেন মাসুদ আহম্মেদ তালুকদার। ঢাকা ম্যাস র‌্যাপিড ট্রানজিট কোম্পানি লিমিটেডের এমআরটি লাইন৬ এর উপপরিচালক (প্রশাসন) মো. ইমাম উদ্দীন কবীর গত ২২ জুলাই কাফরুল থানায় এ মামলা করেন। সেখানে অজ্ঞাতনামা ৫/৬ হাজার ব্যক্তিকে আসামি করা হয়।

পূর্ববর্তী নিবন্ধ‘ফেসবুক না খুললে উদ্যোক্তাদের জন্য বিকল্প পরিকল্পনার চিন্তা’
পরবর্তী নিবন্ধজামায়াত নেতা কাদের মোল্লার ছেলে গ্রেফতার