স্প্রিংবোর্ডে বাজিমাত চীনের

স্পোর্টস ডেস্ক | রবিবার , ২৮ জুলাই, ২০২৪ at ১১:১৪ পূর্বাহ্ণ

প্যারিস অলিম্পিকসে আলো ছড়িয়ে চলেছেন চীনের অ্যাথলেটরা। শুটিংয়ের পর মেয়েদের সিনক্রোনাইজড স্প্রিংবোর্ড ইভেন্ট থেকেও সোনা জিতে নিয়েছে তারা। অ্যাকুয়াটিক সেন্টারে শনিবার সিনক্রোনাইজড তিন মিটার স্প্রিংবোর্ডে ৩৩৭.৬৮ স্কোর গড়ে সেরা হন চীনের ইয়ানি চ্যাংইওয়েন চেন জুটি।

পাঁচ ডাইভেই চমৎকার পারফরম্যান্স করে সর্বোচ্চ স্কোর করে তারা। এই ইভেন্টে টানা ছয় আসরে সোনা জিতল দেশটি। যুক্তরাষ্ট্রের সারাহ ব্যাকন ও ক্যাসিডি কুক জুটি পেয়েছেন রুপা (৩১৪ দশমিক ৬৪ স্কোর)। এই পদক দিয়ে চলতি আসরে প্রাপ্তির খাতায় প্রথম নাম লেখালো তারা। ৩০২ দশমিক ২৮ স্কোর করে ব্রোঞ্জ পেয়েছে ব্রিটেন।

পূর্ববর্তী নিবন্ধইরাককে উড়িয়ে অলিম্পিকে টিকে রইলো আর্জেন্টিনা
পরবর্তী নিবন্ধ৬৪ বছর পর ডাইভিংয়ে পদক পেল ব্রিটেন