বিএনপি-জামাত জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে

মহানগর আওয়ামী লীগের ত্রাণ সামগ্রী বিতরণকালে মাহতাব

| রবিবার , ২৮ জুলাই, ২০২৪ at ১১:১০ পূর্বাহ্ণ

মহানগর আওয়ামী লীগের সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী সংকট উত্তরণের এ ক্রান্তিকালে সাধারণ মানুষকে মনোবল না হারানো আহ্বান জানিয়ে বলেন, বিএনপি রাজনৈতিকভাবে দেউলিয়া সংগঠনে পরিণত হয়ে এখন দেশকে ধ্বংস করার জন্য ৭১ এর পরাজিত শক্তি, স্বাধীনতা বিরোধী জামাত শিবিরকে সাথে নিয়ে জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বসভায় বাংলাদেশকে যে উচ্চতায় আসীন করেছেন তা বিএনপিজামাত শিবিরের সহ্য হচ্ছে না। বিশ্বে তারা এখন একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত হয়েছে। এ চিহ্নিত অপশক্তিকে নিশ্চিহ্ন করার জন্য পাড়ায়মহল্লায় দেশপ্রেমিক রাজনৈতিক ও গণশক্তির দুর্ভেদ্য মোর্চ্চা গড়ে তুলতে হবে। তিনি গতকাল শনিবার সকালে চকবাজার সিটি কর্পোরেশন কাঁচাবাজার সম্মুখে বিএনপিজামাত শিবিরের নৈরাজ্য ও নাশকতার শিকার রুটিরুজি রোজগারহীন দুস্থদের মাঝে মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে ত্রাণ সামগ্রী বিতরণকালে এসব কথা বলেন। মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন বলেছেন, আওয়ামী লীগ সবসময় জনগণকে সাথে নিয়ে কঠিন চ্যালেঞ্জ মোকাবেলা করে সংকট থেকে বার বার উত্তরণ ঘটানোর হিম্মত রাখে। জনগণের সার্বিক মুক্তি অর্জনের পথে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ও জাতির কল্যাণে যে সফলতা অর্জন করেছেন সেগুলোকে ধ্বংস করার একটি অশুভ তৎপরতা লক্ষ্য করা গেছে। এ অপতৎরাতার সাথে জড়িতদের আর কোনভাবে ছাড় দেওয়া হবে না। তাই শুধু সরকার এককভাবে সরকার নয় প্রতিটি দেশপ্রেমিক সাধারণ মানুষকে এ অপশক্তি নির্মূলে সরাসরি ও প্রত্যক্ষ ভূমিকা পালন করতে হবে। এ সময় উপস্থিত ছিলেন, উপদেষ্টা শফর আলী, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, চৌধুরী হাসান মাহমুদ হাসনী, সৈয়দ হাসান মাহমুদ শমসের, শহিদুল আলম, আবদুল লতিফ টিপু, বেলাল আহমদ, সাহাব উদ্দিন আহমেদ, আনসারুল হক, জামশেদুল আলম চৌধুরী, মোজাহেরুল ইসলাম চৌধুরী, সাহেদুল আজম সাকিল, শেখ সরওয়ারর্দ্দী, মোহাম্মদ মুছা, কাউন্সিলর নুর মোস্তফা টিনু। একই সময়ে সকাল ৮টায় দেওয়ানহাট মোড়ে মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে ত্রাণ সামগ্রী বিতরণ করেনমহানগর আওয়ামী লীগের সহসভাপতি নঈম উদ্দিন চৌধুরী, খোরশেদ আলম সুজন, আলতাফ হোসেন বাচ্চু, মো. হোসেন, মো. জাবেদ, ইদ্রিস কাজেমী, মো. ওহিদুল রহমান মহসীন, আবদুল মান্নান ফেরদৌস, ওয়ার্ড কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, আবদুর রশিদ লোকমান প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবিএনপি-জামায়াত দেশকে অকার্যকর করতে ষড়যন্ত্র করছে
পরবর্তী নিবন্ধপাকিস্তানি নায়িকাদের সঙ্গে কাজ করতে চান শাকিব খান!