শিক্ষার্থীদের কাঁধে বন্দুক রেখে ধ্বংসযজ্ঞ দেশপ্রেমী জনতা সহ্য করবে না

স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর সভায় মেয়র

| রবিবার , ২৮ জুলাই, ২০২৪ at ১১:০১ পূর্বাহ্ণ

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এম রেজাউল করিম চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেগে আছেন বলেই জাতি আজ নিশ্চিতে ঘুমাতে পারে। দেশের অগ্রযাত্রা রুখতে দেশ বিরোধী ষড়যন্ত্র কোনো দিন সফল হবে না। কারণ প্রধানমন্ত্রীর শেখ হাসিনা এই দেশের আপামর জনতার আস্থার প্রতীক, বিশ্বাসের শেষ আশ্রয়স্থল। সাধারণ শিক্ষার্থীর কাঁধে বন্দুক রেখে জাতির পতাকা খামচে ধরা সেই পুরোনো শকুনের দেশজুড়ে ধ্বংসযজ্ঞের উন্মাদ নৃত্য দেশপ্রেমী জনতা সহ্য করবে না।

গতকাল শনিবার বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় আরো বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিন আদনান, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক চন্দন ধর, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মশিউর রহমান চৌধুরী।

চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি দেবাশীষ নাথ দেবুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজের সঞ্চালনায় সভায় আরো উপস্থিত ছিলেন মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি এড. তসলিম উদ্দিন, নাজমুল হুদা শিপন, আজাদ খান অভি, সাংগঠনিক সম্পাদক দেবাশীষ আচার্য্য, প্রচার সম্পাদক তোসাদ্দেক নূর চৌধুরী তপুসহ বিভিন্ন থানা ও ওয়ার্ডের নেতৃবৃন্দ।

এ সময় মেয়র বলেন, মানুষের সেবার পাশাপাশি অগ্নিসন্ত্রাসী, মানুষ হত্যাকারীদের রুখতে পাড়ামহল্লায় স্বেচ্ছাসেবক বিগ্রেড গঠন করে রেখে স্বেচ্ছাসেবক লীগের প্রতিটি নেতাকর্মীকে সচেতন থাকতে হবে। তিনি বলেন, বীর চট্টলা আজ চট্টল বীর মহিউদ্দিন ভাইয়ের শূন্যতায় ভুগছে। তার উপস্থিতিতে দেশবিরোধী অপশক্তি চট্টগ্রামের মাটিতে কখনো মাথাচাড়া দিয়ে দাঁড়াতে পারেনি। দেশে স্বাধীনতা রক্ষা ও উন্নয়নের আগ্রযাত্রায় স্বেচ্ছাসেবক লীগের প্রতিটি কর্মীকে প্রধানমন্ত্রীর ভ্যানগার্ড হয়ে দায়িত্ব পালন করতে হবে।

নগরীর শিল্পকলা একাডেমিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ, দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন এবং দারুল ফজল মার্কেটস্থ দলীয় কার্যালয়ে প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা, থানা ও ওয়ার্ডভিত্তিক অসহায় ও কর্মহীন মানুষের মাঝে রান্না করা খাওয়ার বিতরণ মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কর্মসূচি শেষ হয়।

পূর্ববর্তী নিবন্ধবান্দরবানে পাঁচদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা
পরবর্তী নিবন্ধপথচারীদের মাঝে কাউন্সিলর সাহেদ ইকবাল বাবুর খাবার বিতরণ