সড়ক দুর্ঘটনায় আহত ছেলেকে হাসপাতাল থেকে নিয়ে আসার পথে পিতার মৃত্যু

সিএনজি-টমটম সংঘর্ষ

ফটিকছড়ি প্রতিনিধি | রবিবার , ২৮ জুলাই, ২০২৪ at ১০:১২ পূর্বাহ্ণ

সড়ক দুর্ঘটনায় আহত ছেলেকে হাসপাতাল থেকে নিয়ে আসার পথে সড়ক দুর্ঘটনাতেই মৃত্যু হল পিতার। গত শুক্রবার রাতে চট্টগ্রামখাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের দরগাহ রাস্তার মাথা (শাহজাহান শাহ মাজার গেইট) এলাকার দক্ষিণ পাশে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম মো. মুছা প্রকাশ টেক্সি মুছা (৫৫)। তিনি ফটিকছড়ি পৌরসভা ১ নম্বর ওয়ার্ডের মুল্লুক শাহ চৌধুরী বাড়ির মো. হাফেজের ছেলে।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, মো. মুছার ছেলে মো. সায়েম কয়েকদিন আগে সড়ক দুর্ঘটনায় আহত হন। তাকে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়া হয়। অবস্থার কিছুটা উন্নতি হলে সায়েমকে বাড়ি নিয়ে আসছিলেন মুছা। পথিমধ্যে টমটমের সঙ্গে সিএনজি টেঙির সংঘর্ষ হলে মৃত্যু হয় পিতা মুছার।

এ ব্যাপারে নাজিরহাট হাইওয়ে থানার সেকেন্ড অফিসার আনিসুর রহমান বলেন, পাঁচলাইশ থানা থেকে বিষয়টি আমাদের জানানো হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধ২৫ কিলোমিটারের পাঁচ স্থানে হচ্ছে চার বাইপাস ও এক ফ্লাইওভার
পরবর্তী নিবন্ধসৈকতে বিলীন হচ্ছে ঝাউগাছ, ভাঙছে পাড়