দোহারে লোডশেডিং এর সমাধান চাই

| রবিবার , ২১ জুলাই, ২০২৪ at ৬:০৪ পূর্বাহ্ণ

গত তিনচার দিন ধরে ঢাকার দোহারে বেড়েছে লোডশেডিং। প্রতিদিন সকাল, দুপুর ও রাতে চলে যাচ্ছে বিদুৎ। এতে করে বিড়ম্বনা পোহাতে হচ্ছে দোহারবাসীর। সন্ধ্যার পর ও রাতে বিদ্যুৎ বিভ্রাটের ফলে শিক্ষার্থীদের পড়াশোনায় ব্যঘাত ঘটছে। বিদ্যুৎ ঘন ঘন আসাযাওয়ার ফলে পড়াশোনায় মনোযোগ হারাচ্ছে তারা। শুধু তাই নয়, লোডশেডিং এর ফলে এখানকার ব্যাংক, বীমা ও সরকারিবেসরকারি সকল অফিসে নিয়মিত কাজে বিঘ্ন ঘটছে। ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি ২ এর নিকট আমাদের দাবি থাকবে, এইচ. এস. সি পরীক্ষা চলাকালীন এই সময় ও তীব্র গরমে দোহারে লোডশেডিং যাতে না হয় সেদিকে সর্বোচ্চ গুরুত্ব দিবেন।

ইমরান খান রাজ

দোহার, ঢাকা।

পূর্ববর্তী নিবন্ধকর্নেল আবু তাহের: মুক্তিযুদ্ধের বীর সেনানী
পরবর্তী নিবন্ধমাগো তুমি