বর্ষা তুমি সাজিয়েছ
নবীন কবির কবিতার খাতা
কিশোরী মেয়ের অবুঝ মনের
রঙিন কথা।
তুমি প্রেমিক যুগলের
প্রেমময় স্মৃতি।
তোমার অঝোর ধারায় হেসেছে
জুঁই চামেলি আর স্নিগ্ধ হলো
বকুল দোলনচাঁপা দোপাটি।
বর্ষার বৃষ্টির ছন্দ বাজে
নূপুরের তালে
আর চাতক সিক্ত হলো
বর্ষার জল পেয়ে।
বর্ষার জলে আরো সাদা হলো
বেলির কুঁড়ি
বর্ষা যেনো কোনো শিল্পীর হাতের
রংহীন তুলি।
শ্রাবণের ধারায় উত্তাপ পায়
দুটি শরীর চুপিসারে,
ভালোবাসা পূর্ণ হয়
কাঙ্ক্ষিত স্পর্শে।