পশ্চিম তীরে ইসরায়েলি হেফাজতে এক হামাস নেতা মারা গেছেন। গতকাল শুক্রবার ফিলিস্তিনি কর্তৃপক্ষ এবং হামাস গ্রুপ একথা জানিয়েছে।
ফিলিস্তিনি কর্তৃপক্ষের বন্দি বিষয়ক সংস্থা এবং ফিলিস্তিনি প্রিজনার্স ক্লাব পর্যবেক্ষকের যৌথ বিবৃতিতে বলা হয়েছে, দক্ষিণ ইসরায়েলের একটি কারাগার থেকে হাসপাতালে নিয়ে যাওয়ার পর মুস্তাফা মুহাম্মদ আবু আরা (৬৩) মারা যান। খবর বাসসের।
হামাস এক বিবৃতিতে বলেছে, আমরা নেতা ও বন্দী শেখ মুস্তফা মুহাম্মদ আবু আরার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি এবং ইচ্ছাকৃত চিকিৎসায় অবহেলার মাধ্যমে তাকে হত্যার জন্য দখলদারিত্বকে দায়ী করছি। ফিলিস্তিনি সংস্থা এবং পর্যবেক্ষক জানিয়েছে, গুরুতর স্বাস্থ্য সমস্যায় অক্টোবরে আবু আরাকে গ্রেপ্তার করা হয়েছিল। হামাস বলেছে, আটকের সময় তাকে নির্যাতন ও অনাহারে রাখা হয়েছিল। এই ব্যাপারে ইসরায়েলের সামরিক বাহিনীর তাৎক্ষণিকভাবে কোন মন্তব্যে পাওয়া যায়নি। ফিলিস্তিনি কর্তৃপক্ষ এই মাসে ইসরায়েল–হামাস যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ফিলিস্তিনি বন্দীদের বিরুদ্ধে একটি অপমানজনক ‘প্রতিশোধমূলক যুদ্ধ’ চালানোর অভিযোগ করেছে।