বিসিবি সবুজ ও লাল দলের দুই দিনের ম্যাচ ড্র

ক্রীড়া প্রতিবেদক | শনিবার , ২৭ জুলাই, ২০২৪ at ১১:২০ পূর্বাহ্ণ

বাংলাদেশ দলের ক্রিকেটারদের নিয়ে আয়োজিত দুই দিনের ম্যাচটি ড্র হয়েছে। তবে এই ম্যাচে দারুণ ব্যাটিং অনুশীলনটা করেছেন টেস্ট ক্রিকেটার মোমিনুল হক। দারুণ এক সেঞ্চুরি করেছেন তিনি। তার ১২৩ রানের উপর ভর করে বিসিবি সবুজ দল ২৭৪ রান সংগ্রহ করেছিল। ফলে বিসিবি লাল দলের প্রথম ইনিংসে করা ১৩১ রানের চাইতে ১৪৩ রানে এগিয়ে গিয়েছিল মোমনিুল হকরা। আগের দিনের ৪ উইকেটে ১৫০ রান নিয়ে খেলতে নামা বিসিবি সবুজ দল গতকাল নিজেদের প্রথম ইনিংস শেষ করে ২৭৪ রানে। দলের পক্ষে তরুণ এক সেঞ্চুরি তুলে নেন মোমিনুল হক। তার ব্যাট থেকে আসে ১২৩ রান। তার ১৮৩ বলের ইনিংসে ১৫টি চার এবং একটি ছক্কার মার ছিল। এছাড়া সবুজ দলের পক্ষে ইয়াসির আলি রাব্বি ২৬, প্রিতম কুমার ৩৪, শেষ দিনে শিহাব জেমস করেন ১২ রান। বিসিবি লাল দলের পক্ষে ৬৪ রানে ৩টি উইকেট নিয়েছেন মেহেদী হাসান। এছাড়া ২টি করে উইকেট নিয়েছেন শফিকুল ইসলাম এবং নাসুম আহমেদ। একটি করে উইকেট নিয়েছেন নাহিদ রানা এবং সাইফ হাসান। প্রথম ইনিংসে ১৪৩ রানে পিছিয়ে পড়া বিসিবি লাল দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরু থেকেই উইকেট হারায়। এক পর্যায়ে ৫৬ রানে ৪ উইকেট হারায় লাল দল। তবে হাল ধরেন প্রথম ইনিংসে হাফ সেঞ্চুরি করা মুশফিকুর রহিম। ৭৫ বলে ৪৮ রান করে ফিরেন তিনি। শেষ পর্যন্ত লাল দলের স্কোর যখন ৪১ ওভারে ৬ উইকেটে ১৪৭ তখন ম্যাচটি ড্র মেনে নেন দুই অধিনায়ক। ৪৫ বলে ৩২ রান করে অপরাজিত ছিলেন আহরার আমিন। ১৫ রানে অপরাজিত ছিলেন হাবিবুর রহমান। এছাড়া এনামুল ১৯ এই সাইফ হানান করেন ১৪ রান। বিসিবি সবুজ দলের পক্ষে ২টি উইকেট নিয়েছেন তাইজুল ইসলাম। একটি করে উইকেট নিয়েছেন খালেদ আহমেদ, রুয়েল মিয়া, মেহেদী হাসান সোহাগ এবং নাঈম হাসান।

পূর্ববর্তী নিবন্ধআবারো সেমিফাইনালে স্বপ্নভঙ্গ বাংলাদেশ নারী দলের
পরবর্তী নিবন্ধট্যাঙ্কার থেকে তেল ছড়িয়ে পড়ায় পরিবেশগত বিপর্যয়ের আশঙ্কা