রাঙ্গুনিয়ায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

রাঙ্গুনিয়া প্রতিনিধি | শনিবার , ২৭ জুলাই, ২০২৪ at ১১:১৯ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে এবং উপজেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের (অনুর্ধ্ব১৭) উদ্বোধন ইছাখালী জাকির হোসেন স্টেডিয়ামে গতকাল শুক্রবার বিকালে অনুষ্ঠিত হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি মো. রায়হান মেহেবুব। প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম চিশতি। উদ্বোধক ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শামসুল আলম তালুকদার। উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বদিউল খায়ের লিটন চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাঙ্গুনিয়া মডেল থানার ওসি চন্দন কুমার চক্রবর্তী, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখর বিশ্বাস, মহিলা ভাইস চেয়ারম্যান হোসনে আরা বেগম, ইউপি চেয়ারম্যান মো. নূর উল্লাহ, রাঙ্গুনিয়া পৌরসভা আওয়ামী লীগের সভাপতি আরিফুল ইসলাম চৌধুরী, পৌর কাউন্সিলর জসিম উদ্দিন শাহ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. মহিউদ্দিন, একাডেমিক সুপারভাইজার সুমন শর্মা, উপজেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক এনামুল হক, সদস্য আবদুল মালেক, সাংবাদিক জগলুল হুদা, আওয়ামী লীগ নেতা আবু তাহের, দাউদুল ইসলাম, আলী আকবর, পিপলু বড়ুয়া প্রমুখ। উদ্বোধনী খেলায় স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়ন, রাজানগর ইউনিয়নের সাথে প্রতিদ্বন্দ্বিতা করে। খেলার নির্ধারিত সময়ে গোলশূন্য ড্র হলে টাইব্রেকারে গড়ায় খেলা। সেখানে রাজানগর ইউনিয়ন জয়লাভ করে। দিনের দ্বিতীয় খেলায় সরফভাটা ইউনিয়ন ৩০ গোলে লালানগরকে এবং তৃতীয় খেলায় মরিয়মনগর ইউনিয়নকে টাইব্রেকারে হারায় পারুয়া ইউনিয়ন। টুর্নামেন্টের উপজেরার ১৫টি ইউনিয়ন ও ১টি পৌরসভার মোট ১৬টি দল অংশগ্রহণ করছে।

পূর্ববর্তী নিবন্ধঅলিম্পিক নারী ফুটবলে জয় দিয়ে শুরু ব্রাজিল, স্পেন, যুক্তরাষ্ট্র এবং ফ্রান্সের
পরবর্তী নিবন্ধআবারো সেমিফাইনালে স্বপ্নভঙ্গ বাংলাদেশ নারী দলের