ভারতের মধ্যপ্রদেশ রাজ্যে পান্না নগরীর একটি খনিতে পাওয়া বড় আকারের এক মূল্যবান হীরা রাতারাতি বদলে দিয়েছে ঋণগ্রস্ত শ্রমিক রাজু গৌড়ের ভাগ্য। ১৯ দশমিক ২২ ক্যারেটের এই হীরা সরকারি নিলামে প্রায় ৮০ লাখ রুপি (৯৫ হাজার ৫৭০ ডলার, ৭৪ হাজার পাউন্ড) মূল্যে বিক্রি হবে আশা করা হচ্ছে। রাজু গৌড় হীরাটি পেয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে জমা দিয়েছেন। খবর বিডিনিউজের।
রাজ্য সরকারের হীরা বিষয়ক কার্যালয়ের কর্মকর্তা অনুপম সিং বলেছেন, হীরাটি সরকারের পরবর্তী নিলামে তোলা হবে। নিলামে হীরা বিক্রির অর্থ থেকে সরকারের পাওনা ও কর কেটে রেখে বাকি অর্থ রাজুকে দেওয়া হবে।
বিবিসি জানায়, রাজু গৌড় হীরার সন্ধান পাওয়ার আশায় ১০ বছরেরও বেশি সময় ধরে পান্না নগরীতে ইজারায় খনি খনন করে চলেছেন। তবে এবারই প্রথম ভাগ্য সুপ্রসন্ন হল তার, পেলেন হীরার দেখা।
পান্না নগরী হীরার মজুদের জন্য বিখ্যাত। সেখানে প্রচুর ছোট ছোট হীরার খনি রয়েছে। কেন্দ্রীয় সরকারের জাতীয় খনিজ উন্নয়ন কর্পোরেশন (এনএমডিসি) পান্নায় একটি যান্ত্রিক হীরা খনির প্রকল্প পরিচালনা করে। এই করপোরেশন হীরার সন্ধানে থাকা বিভিন্ন ব্যক্তি, পরিবার এবং গোষ্ঠীকে খনি ইজারাও দেয়। সেইসব খনিতে কোনও হীরার সন্ধান মিললে তা সরকারের হীরা বিষয়ক কার্যালয়ে জমা দিতে হয়।
এরপর সেখানে হীরার অর্থমূল্য নির্ধারণ করা হয়।