কোভিড–১৯ এর কারণে তিন বছর আগে টোকিও অলিম্পিকে অ্যাথলেটদের জন্য বিশেষ বিছানা তৈরি করা হয়েছিল। কোভিডের কারণে ২০২০ সালের পরিবর্তে জাপানের রাজধানী টোকিওতে ২০২১ সালে অনুষ্ঠিত হয় অলিম্পিক গেমস। তখনও ব্যাপকভাবে ছিল করোনা মাহামারির বিস্তার। সামাজিক দূরত্ব বজায় রাখা এবং অ্যাথলেটদেরকে কোভিডের হাত থেকে বাঁচাতে এবং তারা যেন অবাধ যৌনতায় মেতে না ওঠে, সে কারণে কার্ডবোর্ড দিয়ে বিশেষ বিছানা তৈরি করেছিলো টোকিও অলিম্পিক গেমস কর্তৃপক্ষ। যাতে এক বিছানায় দু’জন উঠলেই সেই বিছানা ভেঙে পড়ে। যদিও কার্ডবোর্ডের এ ধরনের বিছানা নিয়ে সেবারও তুমুল আপত্তি জানিয়েছিলেন প্রতিযোগীরা। তাদের অভিযোগ ছিল এ ধরনের বিছানায় স্বাচ্ছন্দ্যের অভাব রয়েছে। তিন বছর আগে টোকিওয় অলিম্পিক গেমস ভিলেজের সেই কার্ডবোর্ড বিছানার ধারণা এবার নিয়ে আসা হয়েছে প্যারিস অলিম্পিক গেমসেও। টোকিও অলিম্পিকের মত এবারের প্যারিস অলিম্পিকেও থাকছে একই বিছানা। এ ক্ষেত্রে অ্যাথলেটদের অভিযোগ আমলে নেয়নি প্যারিস অলিম্পিক গেমসের আয়োজকরা। ব্রিটিশ স্প্রিংবোর্ড ডাইভার টম ড্যালি ইনস্টাগ্রামে লিখেছেন, অলিম্পিক ভিলেজে সব সময়ই বিছানা নিয়ে অনেক কথা–বার্তা হয়। সুতরাং সবাই দেখুক, অলিম্পিকে সত্যিকারার্থেই কী ধরনের বিছানা দেয়া হয়েছে। টম ড্যালি সে সঙ্গে একটি ভিডিও পোস্ট করেন তার জন্য বরাদ্দ করা রুমের। যেখানে দেখা যাচ্ছে, তার জন্য যে বিছানা রয়েছে, সেটা তৈরি করা হয়েছে দুটি কার্ডবোর্ড বক্স দিয়ে। দেখে মনে হবে যেন, লেট নাইটে শপিং করে এসে আসার পর কারো বারান্দা এটা।
অস্ট্রেলিয়ার টেনিস তারকা ডারিয়া সাভিলে এবং এলেন পেরেজও একটি ভিডিও পোস্ট করেছেন। সেখানে তারা গেমস ভিলেজের বিছানা কতটা পোক্ত তা পরীক্ষা করে দেখেছেন। সাভিলেদের দেখা যায় বিছানার উপর লাফাতে এবং অনুশীলন করতে। তারা ভিডিও পোস্ট করে লেখেন, ‘গেমস ভিলেজে কার্ডবোর্ডের তৈরি বিছানা পরীক্ষা করে দেখছি।’ আয়ারল্যান্ডের জিমন্যাস্ট রাইস ম্যাকলেনাঘানও তার বিছানা পরীক্ষা করেছেন। তিনিও বিছানার উপর লাফান। মাটিতে থেকে লাফিয়ে ওঠেন বিছানায়। তিনি বলেন গতবারও আমি বিছানা পরীক্ষা করেছিলাম। সেবার আমার পরীক্ষায় পাশ করেছিল এই বিছানা। সেবার হয়তো আমি খুব বেশি কঠিন পরীক্ষা নিইনি। তারপরই বিছানা পরীক্ষা করেন আইরিশ প্রতিযোগী। তিনি বলেন প্যারিস অলিম্পিকে যৌনতা বিরোধী বিছানার খবর অসত্য। সবাই বিছানা পরীক্ষা করার জন্য লাফালেও তা ভাঙেনি। শোনা যাচ্ছিল, কোনও প্রতিযোগী যৌনতায় মেতে ওঠার চেষ্টা করলে বিছানা ভেঙে যাবে। কারণ কার্ডবোর্ড দিয়ে তৈরি এই বিছানাগুলি একজনের ভার নিতেই সক্ষম। প্রতিযোগীরা যদিও পরীক্ষা করে মনে করছেন এমন কিছু হবে না। তবে অনেকের মতে বিছানাগুলি আরামদায়ক নয়।