চুকবল বাংলাদেশে নতুন একটি খেলা। জাতীয় ক্রীড়া পরিষদ এই খেলাটি বাংলাদেশে চর্চা শুরু করেছে। এরই মধ্যে এই খেলার বিশ্বকাপেও অংশ নিয়েছে বাংলাদেশ দল। এবার অংশ নিতে গেল দশম এশিয়া প্যাসেফিক চুকবল চ্যাম্পিয়নশিপে। এই টুর্নামেন্টটি হচ্ছে হংকং এ। জাতীয় ক্রীড়া পরিষদ এই খেলাটির ফেডারেশনের অনুমতি দেয়নি এখনো। এখনো একটি এসোসিয়েশন পর্যায়ে রয়েছে। আর এই খেলাটির সবকিছুই মূলত চট্টগ্রাম কেন্দ্রিক। এই চুকবল এসোসিয়েশনের সভাপতি হলেন চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন। এসোসিয়েশনের প্রায় সব কর্মকর্তাই চট্টগ্রামের। তাই এই চ্যাম্পিয়নশিপে খেলতে যাওয়া খেলোয়াড় কর্মকর্তা সবাই চট্টগ্রামের। গতকাল বিকেলে বাংলাদেশ চুকবল দলের খেলোয়াড় কর্মকর্তারা ঢাকার উদ্দেশ্যে চট্টগ্রাম ত্যাগ করেন। ঢাকা থেকে রাত আড়াইটায় হংকং এর উদ্দেশ্যে যাত্রা করে দলটি। এই দলের দল নেতা হয়ে যাওয়ার কথা ছিল চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য সৈয়দ মোহাম্মদ তানসীরের। কিন্তু ব্যক্তিগত কাজে তিনি যেতে না পারায় দল নেতার দায়িত্ব পালন করবেন বাংলাদেশ চুকবল এসোসিয়েশনের সহ–সভাপতি এইচ এম সোহেল। ডেলিগেটস হিসেবে যাচ্ছেন এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আ ন ম ওয়াহিদ দুলাল। কর্মকর্তা হিসেবে যাচ্ছেন এসোসিয়েশনের যুগ্ম সম্পাদক কল্লোল দাশ। ম্যানেজার হিসেবে যাচ্ছেন সিজেকেএস কাউন্সিলর রায়হান উদ্দিন রুবেল। আর কোচের দায়িত্ব পালন করবেন হায়দার আলি। গতকাল এম এ আজিজ স্টেডিয়ামে দলের খেলোয়াড় কর্মকর্তাদের বিদায় দেন চুকবল এসোসিয়েশনের সভাপতি আ জ ম নাছির উদ্দীন। এসময় উপস্থিত ছিলেন সিজেকেএস কাউন্সিলর সরওয়ার আলম চৌধুরী মনি, প্রসেনজিত দত্ত রাজু, ফরিদ আহমেদ এবং আবু জাহেদ। চুকবল এসোসিয়েশনের সভাপতি দলের সাফল্য কামনা করেন। আজ বিকেলে নিজেদের প্রথম ম্যাচে খেলতে নামবে বাংলাদেশ চুকবল দল। গত ২৩ জুলাই তাদের হংকং যাওয়ার কথা ছিল। কিন্তু দেশের পরিস্থিতির কারণে যাওয়া হয়নি। তাই তাদের খেলা শিডিউলে পরিবর্তন আনতে হয়েছে।