জনগণের পাশে থেকেই স্বাধীনতা বিরোধীদের প্রতিহত করা হবে

ত্রাণ সামগ্রী বিতরণকালে সিডিএ চেয়ারম্যান

| শুক্রবার , ২৬ জুলাই, ২০২৪ at ৬:৫৪ পূর্বাহ্ণ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে সাড়া দিয়ে এবিএম মহিউদ্দিন চৌধুরী স্মৃতি সংসদের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার বিকেলে নগরীর একটি কমিউনিটি সেন্টারে অসহায় ও দুস্থ মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইউনুছ।

সিডিএ চেয়ারম্যান তার বক্তব্যে বলেন, সাম্প্রতিক সময়ে জামায়াতবিএনপির অস্ত্রধারী ক্যাডাররা বাংলাদেশের স্বাধীনতার ওপর আঘাত করেছে। জাতীয় স্থাপনাগুলোতে হামলা, অগ্নিসংযোগ, লুটতরাজের মাধ্যমে ধ্বংসযজ্ঞ চালিয়েছে। তারা বাংলাদেশের অর্থনীতির চাকা পিছিয়ে দিতে চেয়েছে। এই দুর্যোগ মুহূর্তে প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে অসহায় ও দুস্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণের জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই। আমরা ঐক্যবদ্ধ হয়ে সাধারণ জনগণের পাশে থেকে স্বাধীনতা বিরোধী অপশক্তিকে প্রতিহত করব।

সংগঠনের সভাপতি মোহাম্মদ হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সহসম্পাদক মো. অহিদ চৌধুরী মুক্তি। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক মহসীন কাজী। এতে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. আবু বক্কর চৌধুরী, ৮ নম্বর শুলকবহর ওয়ার্ডের কাউন্সিলর মোরশেদুল আলম, আব্দুল লতিফ, বাহার উদ্দিন লতিফি, এসএম আলম, কমল বড়ুয়া, মোহাম্মদ আলী চৌধুরী, ইলিয়াস বালি, বাহার ইলিয়াস বাবলু, আব্দুর রউফ সোহেল, ওমর ফারুক চৌধুরী, হায়দার আলী, মোহাম্মদ আজিজ, মো. মেজবাহ উদ্দিন, সায়েদ হোসেন টিটু, ফারুক চৌধুরী। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধনিহতদের স্মরণে আজ মসজিদে মসজিদে বিশেষ দোয়া
পরবর্তী নিবন্ধআরও এক বিপন্ন বিস্ময়