যশোদা নগেন্দ্র নন্দী মহিলা ডিগ্রী কলেজের অধ্যাপক ও গীতাঞ্জলি মাতৃ সম্মিলনীর প্রধান উপদেষ্টা সমাজসেবী কৃষ্ণা দাশ বলেছেন, সেবাই পরম ধর্ম। মানবসেবা ও সমাজসেবা একটি মহৎ কাজ। সমাজসেবায় মাতৃ সংগঠন গীমাস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। দেশের সামগ্রিক উন্নয়নে সামাজিক সংগঠনগুলোর অংশগ্রহণ অনিবার্য বিষয়। তিনি গীতাঞ্জলি মাতৃ সম্মিলনীর ফ্রি ব্লাড গ্রুপিং অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
অনুষ্ঠানে বাগীশিক পরিচালিত গীতাধ্বনি সনাতন বিদ্যামন্দিরের প্রায় দুই শতাধিক শিক্ষার্থীদের ব্লাড গ্রুপিং নির্ণয় করা হয়।
গীমাস সভাপতি অর্চনা রানী ভঞ্জের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সংগঠনের সহ–সভাপতি অধ্যাপক জয়া দত্ত, লাভলী দে, সাধারণ সম্পাদক অধ্যাপক শুক্লা দেবী, কর্মকর্তা প্রকৌশলী মানবী রায়, রীতা মিত্র, বৃষ্টি বণিক, অনামিকা কর্মকার, শর্মিতা দাশ অয়ন্তা, রিম্পা দে, দীপ্তি দেবী, লিপি সরকার, সুমি বিশ্বাস, শর্মি দে, রীতা চৌধুরী, তাপস দেব চৌধুরী, পপি বিশ্বাস, চম্পা চৌধুরী প্রমুখ। অনুষ্ঠানে আগামী ৯ আগস্ট গীমাস’র নবগঠিত কার্যকরি কমিটির অভিষেক অনুষ্ঠান উদ্যাপনের সিদ্ধান্ত গৃহিত হয়। প্রেস বিজ্ঞপ্তি।