হাউজ বিল্ডিং ফাইন্যান্সের ডিজিএমের নামে মামলা

ভুয়া মুক্তিযোদ্ধা কোটায় চাকরি

| শুক্রবার , ২৬ জুলাই, ২০২৪ at ৬:৩৩ পূর্বাহ্ণ

ভুয়া সনদ সংগ্রহ করে মুক্তিযোদ্ধা কোটায় চাকরি নেওয়ায় বাংলাদেশ হাউজ বিল্ডিং কর্পোরেশনের বরিশালের উপ মহাব্যবস্থাপক (ডিজিএম) এম এম জামিল আহম্মদের নামে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল বৃহস্পতিবার দুদক সমন্বিত জেলা কার্যালয় খুলনার উপসহকারী পরিচালক মো. আশিকুর রহমান বাদী হয়ে মামলাটি দায়ের করেন। খবর বাংলানিউজের।

মামলার বিবরণীতে বলা হয়, আসামি এম এম জামিল আহম্মদের পিতা মৃত আকমান উদ্দিন মিনা প্রকৃত মুক্তিযোদ্ধা না হওয়া সত্ত্বেও তাকে মুক্তিযোদ্ধা দেখিয়ে প্রতারণার মাধ্যমে মুক্তিযোদ্ধা সংসদ হতে সনদ সংগ্রহপূর্বক মুক্তিযোদ্ধা কোটায় বাংলাদেশ হাউজ বিল্ডিং কর্পোরেশনে চাকরি গ্রহণ করে ২০০০ সালের এপ্রিল থেকে ২০২৩ সালের ডিসেম্বর পর্যন্ত বেতন ভাতা বাবদ মোট ১ কোটি ৩১ লাখ ৭৬ হাজার ৭৩৪ টাকা উত্তোলনপূর্বক আত্মসাৎ করে দণ্ডবিধির ৪২০/৪০৯ ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭ এর ৫() এর ধারায় শাস্তিযোগ্য অপরাধ করায় তার বিরুদ্ধে মামলা করেছে দুদক।

পূর্ববর্তী নিবন্ধবিএনপির যুগ্ম মহাসচিব এ্যানিকে আটকের দাবি পরিবারের
পরবর্তী নিবন্ধউপস্থিতি ‘জরুরি নয়’ এমন কর্মীদের ঢাকা ছাড়ার অনুমতি দিয়েছে যুক্তরাষ্ট্র