ডা. ফজলুল-হাজেরা ডিগ্রি কলেজে স্মরণসভা

| বৃহস্পতিবার , ২৫ জুলাই, ২০২৪ at ১:৫২ অপরাহ্ণ

ডা. ফজলুলহাজেরা ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা হাজেরা খাতুনের ১৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা গতকাল বুধবার কলেজের শিক্ষক মিলনায়তনে অধ্যক্ষ মোহাম্মদ কলিম উল্লাহ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। কলেজের শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক মোহাম্মদ আমির হোসেনের সঞ্চালনায় সভায় শিক্ষকদের পক্ষ থেকে মরহুমার জীবনীর উপর আলোচনায় অংশ নেন, কলেজের প্রাক্তন ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও সহকারী অধ্যাপক (অব.) আবুল কালাম মোহাম্মদ সামসুদ্দিন, হিসাব বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ আলমগীর হোসেন, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক শিরীন আক্তার বেগম, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক তাহমিনা বেগম, ইংরেজি বিভাগের প্রভাষক সহীদুল্লাহ প্রমুখ। স্মরণসভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ের সহকারী অধ্যাপক আবদুল আলীম চৌধুরী। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বাংলা বিভাগের সহকারী অধ্যাপক আবদুল আলীম। মৃত্যুবার্ষিকী উপলক্ষে মরহুমার কবরে পুষ্পার্ঘ্য অর্পণ ও জেয়ারত করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধভলগেট ও ড্রেজারে ছিঁড়ছে জাল
পরবর্তী নিবন্ধআকস্মিকভাবে সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এমপি মোতালেব