কাপ্তাই-রাঙামাটি সড়কে ভাঙন, ধসের শঙ্কা

কাপ্তাই প্রতিনিধি | বৃহস্পতিবার , ২৫ জুলাই, ২০২৪ at ১১:৪৩ পূর্বাহ্ণ

কাপ্তাইরাঙামাটি নতুন সড়কের বিভিন্ন স্থানে পাহাড় ধস দেখা দিয়েছে। পাহাড় ধসের কারণে অনেক স্থানে সড়কও ধসে পড়ার উপক্রম হয়েছে। এই পরিস্থিতিতে সড়ক ও জনপথ বিভাগের পক্ষ থেকে সতর্কতামূলক ‘বিপজ্জনক সড়ক’ লিখে বিভিন্ন স্থানে লাল পতাকা টাঙ্গিয়ে দেওয়া হয়েছে।

জানা গেছে, কাপ্তাই থেকে দ্রুত রাঙামাটি যাতায়াতের জন্য এই সড়কটি নির্মাণ করা হয়েছিল। এই সড়ক পথে যাতায়াত শুরু হবার পর থেকে সড়কে যানবাহন চালাচলও বাড়তে থাকে। বর্তমানে সড়কের দুইপাশে পাহাড় ধসের ফলে সড়কটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। যে কারণে সবসময় বড় যানবাহন চলাচল করতে পারে না। প্রাইভেট কার, মাইক্রাবাস, টেক্সির মত ছোট যানবাহ মোটামুটি চলাচল করতে পারলেও এই সড়কে কোন ধরনের বড় গাড়ি বিশেষ করে বাসট্রাক চলাচল করছে না। সরেজমিন পরিদর্শনে দেখা গেছে, সড়কের কয়েকটি স্থানে ভাঙনের সৃষ্টি হয়েছে। সড়ক ও জনপথ বিভাগের পক্ষ থেকে জায়গায় জায়গায় লাল পতাকা দেওয়ার পাশাপাশি ভাঙন প্রতিরোধে কাজও চলছে।

স্থানীয় ব্যবসায়ী মহিন চাকমা জানান, প্রতিবছর এই সড়কের কোন না কোন স্থানে ভাঙন দেখা দেয়। ভাঙন দেখা দেবার পর ভাঙনকবলিত স্থানে বাঁশ ও কাঠ দিয়ে প্রতিরোধের চেষ্টা করা হয়। তবে তা টিকে না।

সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী সড়কের বিভিন্ন স্থানে ভাঙন সৃষ্টি হবার সত্যতা নিশ্চিত করেছেন। পাশাপাশি পাহাড় ধস ও ভাঙন প্রতিরোধে প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলেও তিনি জানান। তিনি বলেন, বর্ষা মৌসুমে পার্বত্য এলাকার বিভিন্ন স্থানে পাহাড় ধস এবং সড়কের নিচ থেকে মাটি সরে যাওয়া প্রায় স্বাভাবিক ঘটনা। তবে সড়ক ও জনপথ বিভাগের পক্ষ থেকে পাহাড় ধস ও ভাঙনকবলিত এলাকায় কার্যকর পদক্ষেপের অংশ হিসেবে আরসিসি ঢালাই দেওয়া হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধড্রাইভিং সিটের পলিথিনে ছিল ৫০ লিটার চোলাই মদ
পরবর্তী নিবন্ধ‘নাশকতায় জড়িতরা দেশের শত্রু’