দোকানপাট ও বাড়িঘর পরিষ্কার পরিছন্ন রাখতে নাজিরহাট পৌরসভায় ২ হাজারের অধিক দোকান এবং বাড়িতে ডাস্টবিন বিতরণ করেছে নাজিরহাট পৌরসভা। সমপ্রতি দোকানের ব্যবসায়ী ও বাড়ির মালিকদের মধ্যে এসব ডাস্টবিন বিতরণ করা হয়।
পৌর মেয়র এ কে জাহেদ চৌধুরীর সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোজাম্মেল হক চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন প্যানেল মেয়র মোহাম্মদ আলী, প্যানেল মেয়র জয়নাল আবেদীন ও ছলিমা আকতার, পৌর নির্বাহী কর্মকর্তা নুরুল আবছার, প্রকৌশলী রাজীব বড়ুয়া, কমিশনার মোহাম্মদ ওসমান গণি, মোহাম্মদ শাহজাহান, মোস্তফা কামাল, মুহাম্মদ ইয়াকুব, মুহাম্মদ মনজুর মিয়া, মো. সোলেমান, রহিমা বেগম, হাছিনা মমতাজ, নুরুল আরিফ, মাজিদ উদ্দিন প্রমুখ।