আনোয়ারায় হৃদরোগে আক্রান্ত হয়ে মো. টিপু (৩৩) নামে এক দিনমজুরের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার দুপুর সাড়ে ১২টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। টিপু উপজেলার চাতরি ইউনিয়নের রুদুরা গ্রামের বাসিন্দা মৃত নুরুল কবির সওদাগরের পুত্র। ৪ ভাই ২ বোনের মধ্যে তিনি সবার ছোট। ব্যক্তিজীবনে টিপু দুই শিশু পুত্রের জনক।
স্থানীয় ইউপি সদস্য জিয়াউল হক জিয়া জানান, আমার এলাকার বাসিন্দা মো. টিপু স্থানীয় চায়ের দোকানে দিনমজুর হিসেবে কাজ করত। গতকাল সে অসুস্থ বোধ করলে তাকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর সাড়ে ১২টার দিকে তার মৃত্যু হয়। বুধবার বাদে মাগরিব নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।