হ্যালো বাংলাদেশ,
তোমাকেই বলছি, হ্যাঁ, আমি তোমাকেই বলছি;
আরো একটি বায়ান্নর রক্তাক্ত নদী!
হ্যাঁ, আমি স্পষ্ট দেখতে পাচ্ছি!
তুমি পাচ্ছ না কী?
আমার ভাইদের লাশের গন্ধে –
আমার বোনদের লাশের গন্ধে–
কাঁদছে ধরণী, কান্নার ধ্বনি শুনতে পাও?
বন্ধ করো এ রক্তের খেলা,
বলো আর কতো প্রাণ, কতো প্রাণ চাও?
হ্যালো বাংলাদেশ,
তোমাকেই বলছি, হ্যাঁ আমি তোমাকেই বলছি,
আরো একবার রঞ্জিত হলো ঢাকা বিশ্ববিদ্যালয়,
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রোকেয়া বিশ্ববিদ্যালয়,
আমি চেয়ে চেয়ে দেখছি কেবল, দেখছি শুধু
আবারও জাতি কী করে মেধাশূন্য হয়!
তুমি কী হচ্ছো না ক্ষয়? ওরা কী তোমার কেউ নয়?
গগনবিদারী কান্না ধ্বনি কী করে তোমার সয়?
হ্যালো বাংলাদেশ,
আমি তোমাকেই বলছি, হ্যাঁ, আমি তোমাকেই বলছি;
তুমিই তো শিখিয়েছো ওদের
রুখতে সন্ত্রাসীর আবাদ,
তুমিই শিখিয়েছো ওদের
করতে অন্যায়ের প্রতিবাদ।
তবে আজ কেনো ঠুঁটি চেপে ধরে,
একে একে দিচ্ছ সব ক‘টা শেষ করে?
কী জবাব দেবে আমার মায়েদের?
ওরা জবাব চায়, ওদের জবাব দাও
আমার ভাইদের মেধার দাম,
কেনো রক্তের দামে নাও?
বলো আর কতো প্রাণ, কতো প্রাণ চাও?