সিডিএর চলমান প্রকল্প এবিএম মহিউদ্দিন চৌধুরী এলিভেটেড এক্সপ্রেসওয়ের র্যাম্পের কাজের অগ্রগতি বেগবান করতে সরেজমিন পরিদর্শন করেছেন সিডিএ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইউনুছ। গতকাল বুধবার নগরীর লালখান বাজার থেকে শাহ্্ আমানত বিমানবন্দর পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিমতলা র্যাম্প, ফকিরহাট র্যাম্পের কাজ পরিদর্শন করেন তিনি। এসময় তিনি প্রকল্প সংশ্লিষ্টদের চলমান কাজ স্বাভাবিক নিয়মে অব্যাহত রাখার নির্দেশ দেন।
এছাড়া তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় এই অগ্রাধিকার প্রকল্পের কাজ বিএনপি–জামাতের আগুন সন্ত্রাসে সৃষ্ট দুর্যোগময় মুহূর্তে সরকারি নির্ধারিত শিথিল সময়ও চলছে। আমি চাই নির্ধারিত সময়ে প্রকল্পের কাজ শেষ করে তার সুফল জনগণের দ্বারে পৌঁছে দিতে। এজন্য নগরবাসীর সহযোগিতা প্রয়োজন।
সিডিএর প্রধান প্রকৌশলী কাজী হাসান বিন শামস্, প্রকল্প পরিচালক নির্বাহী প্রকৌশলী মো. মাহফুজুর রহমান ও ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ এ সময় উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, চলমান কারফিউ শিথিল সময়ে স্বাভাবিক গতিতে প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্প এবিএম মহিউদ্দিন চৌধুরী এলিভেটেড এক্সপ্রেসওয়ের এ নির্মাণ কাজ চলছে। প্রেস বিজ্ঞপ্তি।