নগরীতে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতায় জড়িত থাকার অভিযোগে এক ছাত্রদল নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানিয়েছে তার পিতা উপজেলা কৃষকলীগের সভাপতি। গত মঙ্গলবার দিবাগত রাতে নগরীর চন্দনপুরা ডিসি রোড থেকে তাকে গ্রেপ্তার করেছে চকবাজার থানা পুলিশ। গ্রেপ্তার মো. হামিদ হোসেন (২৬) মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক। বর্তমানে চকবাজার থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করছেন। তার বাবা বজলুর রহমান লোহাগাড়া উপজেলা কৃষক লীগের সভাপতি। তাদের বাসা নগরীর চন্দনপুরা ডিসি রোডে মিয়ার বাপের মসজিদ এলাকায়।
চকবাজার থানার ওসি মোহাম্মদ ওয়ালী উদ্দিন আকবর আজাদীকে বলেন, সিসি ক্যামেরার ফুটেজে দেখা গেছে, হামিদ গত ১৬ জুলাই নগরীর মুরাদপুরে কোটা আন্দোলনের নামে যে সহিংসতার ঘটনা ঘটেছে, তাতে সক্রিয়ভাবে অংশ নিয়েছে। এর ভিত্তিতে তার অবস্থান শনাক্ত করে তাকে গ্রেপ্তার করেছি। দুই হাতে ইট নিয়ে সহিংসতায় অংশ নেয়ার ছবি তার মোবাইলেও আমরা পেয়েছি। এ ঘটনায় পাঁচলাইশ থানায় দায়ের হওয়া মামলায় গ্রেপ্তার দেখানোর জন্য তাকে সেখানে হস্তান্তর করা হয়েছে।