কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সংঘাত–সহিংসতার ঘটনায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ১৬ জন চিকিৎসাধীন রয়েছে। এর মধ্যে খাগড়াছড়ির বাসিন্দা মো. আবদুল মজিদ (২০) নামের এক বাসের হেলপার আইসিইউতে ভর্তি আছেন। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। চমেক হাসপাতাল সূত্রে জানা গেছে, বর্তমানে আহতদের মধ্যে ক্যাজুয়ালটি বিভাগের চিকিৎসাধীন রয়েছে ৬ জন, নিউরো সার্জারিতে ১ জন, অর্থোপেডিক সার্জারিতে ৫ জন, চক্ষু বিভাগে ৩ জন এবং আইসিইউতে রয়েছেন ১ জন।
চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দিন দৈনিক আজাদীকে বলেন, আহতদের মধ্যে এক যুবকের অবস্থা আশঙ্কাজনক। তিনি বর্তমানে আইসিইউ’তে চিকিৎসাধীন রয়েছে। চাঁদপুর থেকে গুরুতর দগ্ধ হয়ে হাসপাতালে নিয়ে আসা হয়। তার শরীরের ৮০ শতাংশ পুড়ে গেছে।