বান্দরবানের রুমা উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে পাহাড়ের সশস্ত্র সংগঠন কুকি চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) ২ সদস্যের মৃত্যু হয়েছে। এ সময় ঘটনাস্থল থেকে কেএনএফের ব্যবহৃত আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে আইএসপিআর।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, রুমা উপজেলার সীমান্তবর্তী দুর্গম সৈকত পাড়া এলাকায় পাহাড়ের সশস্ত্র সংগঠন কেএনএফের আশ্রয়ের খবরে অভিযান চালায় যৌথ বাহিনী। যৌথ বাহিনী ঘটনাস্থলে পৌঁছালে কেএনএফ অস্ত্রধারী সন্ত্রাসীরা গুলি চালায়। পরিস্থিতি মোকাবেলায় যৌথ বাহিনীর সদস্যরা গুলি চালালে দুপক্ষের মধ্যে দীর্ঘক্ষণ গোলাগুলির ঘটনা ঘটে। ঘটনায় কেএনএফের সশস্ত্র ২ সদস্যের মৃত্যু হয়। নিহতদের পরিচয় পাওয়া যায়নি। এ সময় ঘটনাস্থল থেকে কেএনএফের ব্যবহৃত আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
বান্দরবানের পুলিশ সুপার সৈকত শাহীন জানান, যৌথ বাহিনীর অভিযানে কেএনএফের ২ জন সশস্ত্র সন্ত্রাসী নিহত হয়েছে। ঘটনাস্থল থেকে অস্ত্র, গোলাবারুদ ও বিভিন্ন ধরনের সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। দুর্গম অঞ্চল ও নেটওয়ার্ক সমস্যার কারণে বিস্তারিত তথ্য এখনো পাওয়া যায়নি। তবে যৌথ বাহিনীর অভিযান এখনো চলমান রয়েছে।
প্রসঙ্গত, কেএনএফের সদস্যরা গত ২ ও ৩ এপ্রিল রুমা ও থানচিতে ব্যাংক ডাকাতি, হামলা, পুলিশ–আনসারের অস্ত্র লুট এবং অর্থ লুটের ঘটনা ঘটায়। ঘটনায় রুমা থানায় ১৪টি, থানচি থানায় ৪টি, বান্দরবান সদর থানায় ১টি এবং রোয়াংছড়ি থানায় ৩টিসহ মোট ২২টি মামলা দায়ের করা হয়। মামলায় আসামিদের আইনের আওতায় আনতে চলমান যৌথবাহিনীর অভিযানে কেএনএফের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ১১৬ জনকে গ্রেপ্তার করা হয়।