সুষ্ঠু তদন্ত করে দায়ীদের শাস্তির দাবি সম্পাদক পরিষদ ও নোয়াবের

| বুধবার , ২৪ জুলাই, ২০২৪ at ২:৫৬ অপরাহ্ণ

দেশে চলমান সাংঘর্ষিক পরিস্থিতিতে হতাহতের ঘটনায় সম্পাদক পরিষদ ও নিউজ পেপার ওনার্স অ্যাসোসিয়েশন (নোয়াব) শোক ও সমবেদনা জানিয়েছে।

নোয়াব সভাপতি এ কে আজাদ এবং সম্পাদক পরিষদ সভাপতি মাহ্‌ফুজ আনাম এক যৌথ বিবৃতিতে জানান, এ ঘটনায় বেশ কয়েকজন সাংবাদিক প্রাণ হারিয়েছেন, আহত হয়েছেন প্রায় শতাধিক সাংবাদিক ও ফটোসাংবাদিক। এখনও সাংবাদিকরা তাদের পেশাগত দায়িত্ব পালনে ব্যাপক নিরাপত্তাহীনতায় ভুগছেন। সম্পাদক পরিষদ ও নোয়াব মনে করে, গণমাধ্যমকর্মীদের নিরাপত্তা নিশ্চিতে সংশ্লিষ্ট সব পক্ষকে দায়িত্ব নিতে হবে।

সাংঘর্ষিক ঘটনায় প্রাণহানি, ভাঙচুর, অগ্নিসংযোগ ও ধ্বংসাত্মক যে ঘটনা ঘটেছে, তার নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত করে দায়ীদের শাস্তি দেওয়ার দাবি জানায় সম্পাদক পরিষদ ও নোয়াব। একই সঙ্গে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়ানোর জন্য রাষ্ট্রসহ সব পক্ষের দায়িত্বশীল ভূমিকা রয়েছে বলেও মনে করে সম্পাদক পরিষদ ও নোয়াব।

মঙ্গলবার রাত ১০টা থেকে ইন্টারনেট পরিষেবা পরীক্ষামূলকভাবে চালু করার সিদ্ধান্তকে সম্পাদক পরিষদ ও নোয়াব সাধুবাদ জানায়। শিগগির পূর্ণাঙ্গরূপে ইন্টারনেট সচল করার এবং ভবিষ্যতে এমন পরিস্থিতিতেও গণমাধ্যমগুলোতে যেন ইন্টারনেট পরিষেবা নিশ্চিত থাকে, সেই দাবি জানায় সম্পাদক পরিষদ ও নোয়াব।

পূর্ববর্তী নিবন্ধখেলার অনুপযোগী পলোগ্রাউন্ড
পরবর্তী নিবন্ধঅগ্নিসংযোগকারীদের দ্রুত বিচার আইনে শাস্তির দাবি