১ম বিভাগ ফুটবল লিগের দলবদল সম্পন্ন

ক্রীড়া প্রতিবেদক ম | বুধবার , ১৭ জুলাই, ২০২৪ at ৮:০৬ পূর্বাহ্ণ

সিজেকেএস ১ম বিভাগ ফুটবল লিগের দলবদল সম্পন্ন হয়েছে। সর্বমোট ৭৮ জন খেলোয়াড় দলবদল করে নিজেদের ঠিকানা খুঁজে নেন। দলবদলের শেষ দিনে গত সোমবার বিভিন্ন দল নিজেদের ঘর গুছিয়ে নেয়। এরমধ্যে আরাফাত হোসেন ইমন (মাদারবাড়ি শোভনীয়া) মো. কাদিম (কর্ণফুলী ক্লাব),মো. মহিউদ্দিন (কল্লোল সংঘ) আগ্রাবাদ নওজোয়ান ক্লাবে যোগদান করেন। মো. মিজান (পাইরেট্‌স অব চিটাগং) এবং সৌরভ সুশীল (মাদারবাড়ি শোভনীয়া) চট্টগ্রাম জেলা পুলিশ যোগ দেন। মো. শাকিল হোসেন (সিটি করপোরেশন), সাজ্জাদুল ইসলাম (সিটি করপোরেশন),মো. ওমর ফারুক (আগ্রাবাদ নওজোয়ান ক্লাব), রবিউল হোসেন (চান্দগাঁও এস সি), শহিদুল ইসলাম (কে এম স্পোর্টিং ক্লাব), মো. সায়েম (আবাহনী জুনিয়র), মো. জুয়েল (কাস্টমস এস সি), সৈয়দ মো. আবেদুর রহমান তুষার (আগ্রাবাদ নওজোয়ান) পটিয়া উপজেলার পক্ষে স্বাক্ষর করেন। শাহাদাত হোসেন মানিক (ব্রাদার্স ইউনিয়ন), সাখাওয়াত হোসেন (ফিরিঙ্গি বাজার লাকি) বাকলিয়া একাদশে যোগ দেন। প্রিয়তম দাশ (রেলওয়ে এস সি), জামাল হোসেন (রাইজিং স্টার), মহিউদ্দিন (কল্লোল সংঘ) হতে রেলওয়ে রেঞ্জার্স দলে যোগদান করেন। আমিন ফারুক (আবাহনী জুনিয়র), শাহারিয়ার ইসলাম (মাদার বাড়ী শোভনীয়া), মো. সাঈদ মারুফ (হাটহাজারী উপজেলা) হতে রাইজিং স্টারে যোগ দেন। মোহাম্মদ হাবিবুল্লাহ (কিষোয়ান এস সি), বিজয় চন্দ্র শীল (আগ্রাবাদ নওজোয়ান), মো. ইমন হোসেন (আবাহনী জুনিয়র) হতে কে এম স্পোর্টিং ক্লাবে যোগদান করেন। মো. রায়হান (আবাহনী জুনিয়র) এবং মেহেদী হাসান (হৃদয়) (বাকলিয়া একাদশ) কল্লোল সংঘের পক্ষে খেলবেন এবারের ১ম বিভাগ ফুটবল লিগ।

পূর্ববর্তী নিবন্ধবাংলাদেশের শেফগণ দেশে-বিদেশে সুনামের সাথে অবদান রাখছে
পরবর্তী নিবন্ধসরে দাঁড়ালেন ইংল্যান্ডের কোচ গ্যারেথ সাউথগেট