২য় বিভাগ ক্রিকেট লিগে পিডিবির জয়

ক্রীড়া প্রতিবেদক | বুধবার , ১৭ জুলাই, ২০২৪ at ৮:০৭ পূর্বাহ্ণ

সিজেকেএস ২য় বিভাগ ক্রিকেট লিগে পিডিবি রিক্রিয়েশন ক্লাব জয় পেয়েছে। গতকাল মঙ্গলবার এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় পিডিবি আরসি ৬ উইকেটে চিটাগং রয়েলকে পরাজিত করে। টসে জিতে চিটাগং রয়েল প্রথমে ব্যাট করতে নামে। ৩৩.৫ ওভার ব্যাট করে তারা মাত্র ৫৬ রানে বুক্‌ড হয়ে যায়। পিডিবির দুই বোলার সাইমন কুপিজ এবং খোরশেদ আলমের বোলিং তোপে চিটাগং রয়েলের ব্যাটিং লাইন ধসে পড়ে। দলের ওপেনার মো. জাহিদুল ইসলামের ১৩ রান ছাড়া আর কেউ দুই অংকের ঘরে যেতে পারেনি। অতিরিক্ত ১৬ থেকে আসে দলের সর্বোচ্চ রান। পিডিবির সাইমন ১১ রান দিয়ে ৪টি এবং খোরশেদ ১২ রান দিয়ে ৪টি উইকেট শিকার করেন। ১টি করে উইকেট পান দেলোয়ার হোসেন এবং তাহাজিব ইসলাম। জবাবে পিডিবি আর সি ১৮.২ ওভার খেলে ৪ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায়। দলের অধিনায়ক দেলোয়ার হোসেন ২৬ বল খেলে ২১ রান করেন। অতিরিক্ত থেকে আসে ২১ রান। চিটাগাং রয়েলের বোরহানউদ্দিন চৌধুরী ১৬ রানে ৩টি উইকেট দখল করে। ১টি উইকেট পান আহনাফ চৌধুরী নাফী।

পূর্ববর্তী নিবন্ধসরে দাঁড়ালেন ইংল্যান্ডের কোচ গ্যারেথ সাউথগেট
পরবর্তী নিবন্ধরিয়াল মাদ্রিদে বরণ করা হলো এমবাপেকে