ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের টানা দ্বিতীয় আসরের ফাইনালে হারের পর অনেক সাবেকদের সমালোচনার মুখে ইংল্যান্ড জাতীয় দলের দায়িত্ব ছাড়লেন গ্যারেথ সাউথগেট। ‘পরিবর্তনের প্রয়োজনেই’ এমন সিদ্ধান্ত বলে জানিয়েছেন এই ইংলিশ কোচ। এক আনুষ্ঠানিক বিবৃতিতে গতকাল মঙ্গলবার ইংল্যান্ড জাতীয় দলের প্রধান কোচের পদ থেকে সরে দাঁড়ানোর কথা বলেন সাউথগেট। একজন গর্বিত ইংলিশম্যান হিসেবে, ইংল্যান্ডের হয়ে খেলা এবং ইংল্যান্ড দলকে কোচিং করানো আমার জন্য ছিল অনেক বড় সম্মানের। আমার কাছে এটা সবকিছু পাওয়ার মতো এবং এর জন্য আমি আমার সবকিছু দিয়েছি। কিন্তু এখন সময়টা পরিবর্তনের। নতুন একটা অধ্যায় শুরুর। ২০১৬ সালে ইংল্যান্ড জাতীয় দলের দায়িত্ব নেন সাউথগেট। তারপর গত আট বছরে সাবেক এই ফুটবলারের কোচিংয়ে ১০২টি ম্যাচ খেলেছে ইংল্যান্ড। ৫৩ বছর বয়সী এই কোচের হাত ধরে দুটি ইউরোর ফাইনাল খেলার পাশাপাশি, ২০১৮ বিশ্বকাপের সেমি–ফাইনাল ও গত বিশ্বকাপের কোয়ার্টার–ফাইনাল খেলেছে তারা।