কোটা আন্দোলন আজ গায়েবানা জানাজা, কফিন মিছিল

| বুধবার , ১৭ জুলাই, ২০২৪ at ৬:৫৮ পূর্বাহ্ণ

পুলিশ ও ছাত্রলীগের যৌথ হামলা ও গুলিতে নিহতদের জন্য গায়েবানা জানাজা ও কফিন মিছিলের ঘোষণা দিয়েছে কোটাবিরোধী আন্দোলনকারীরা। আজ বুধবার সারাদেশে এ কর্মসূচি পালনের কথা জানিয়েছেন কোটা সংস্কার আন্দোলনকারীদের প্ল্যাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ।

গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে সাংবাদিকদের তিনি বলেন, আগামীকাল (বুধবার) ২টায় রাজু ভাস্কর্যের পাদদেশে গায়েবানা জানাজা ও কফিন মিছিল অনুষ্ঠিত হবে। পাশাপাশি সারাদেশে সব শিক্ষাপ্রতিষ্ঠান ও জেলায় জেলায় গায়েবানা জানাজা ও কফিন মিছিল করতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান তিনি। খবর বিডিনিউজের।

গতকাল দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে দফায় দফায় সংঘাতের ঘটনায় আহত হয়েছেন কয়েকশ মানুষ। এর মধ্যে চট্টগ্রামে তিনজন, রাজধানীতে দুইজন এবং রংপুরে একজন করে মারা গেছেন। কোটা সংস্কারের দাবিতে চলমান আন্দোলনের অংশ হিসেবে গতকাল বিকালে দেশের সব ক্যাম্পাসে বিক্ষোভ সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছিল আন্দোলনকারীরা। তবে বেলা ১১টা থেকেই ঢাকাসহ বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভের খবর আসতে থাকে। পরে বিভিন্ন স্থানে আন্দোলনকারীদের সঙ্গে সরকারদলীয় সংগঠনের নেতাকর্মী ও পুলিশের দফায় দফায় সংঘর্ষে হতাহতের ঘটনা ঘটে।

এর আগে দিনভর সংঘর্ষ ও প্রাণহানির পর মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে কোনো কর্মসূচি ঘোষণা না করেই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিক্ষোভ কর্মসূচি স্থগিত করে চলেন যান কোটাবিরোধী আন্দোলনকারীরা। যাওয়ার আগে আন্দোলনের সমন্বয়ককারীদের একজন সারজিস আলম সাংবাদিকদের বলেন, বুধবার পবিত্র আশুরার কথা বিবেচনা করে আমরা আজকের মত কর্মসূচি স্থগিত করছি। আমরা সমন্বয়কদের সঙ্গে কথা বলে রাতে পরবর্তী কর্মসূচি জানিয়ে দেব।

পূর্ববর্তী নিবন্ধসুইডিশ পলিটেকনিকে শিক্ষার্থী-ছাত্রলীগ সংঘর্ষ, আহত ১০
পরবর্তী নিবন্ধকোটা ইস্যুতে সৃষ্ট পরিস্থিতিতে সংশ্লিষ্ট সকলকে সংযত আচরণের আহ্বান