সাতকানিয়ায় দুই অটো রাইচ মিলকে ৭০ হাজার টাকা জরিমানা

সাতকানিয়া প্রতিনিধি | মঙ্গলবার , ১৬ জুলাই, ২০২৪ at ৮:২৬ পূর্বাহ্ণ

সাতকানিয়ায় চাল মোড়কজাতকরণে পাটজাত পণ্য ব্যবহার না করায় ২টি অটো রাইচ মিলকে ৭০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার দুপুরে উপজেলার কেরানীহাটে এসব রাইচ মিলকে জরিমানা করা হয়। ভ্রাম্যমানণ আদালতে নেতৃত্ব দেন সাতকানিয়ার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারিস্তা করিম। এ সময় চট্টগ্রাম পাট পরিদর্শক বাবুল চন্দ্র দাশ উপস্থিত ছিলেন। জানা যায়, সাতকানিয়ার সহকারী কমিশনার (ভূমি) ফারিস্তা করিমের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত কেরানীহাটের বিভিন্ন অটো রাইচ মিলে অভিযান চালান। এ সময় চাল মোড়কজাতকরণে পাটজাত পণ্য ব্যবহার না করায় আলিফ মীম অটো রাইচ মিলকে ৩০ হাজার টাকা ও শাহজালাল অটো রাইচ মিলকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

পূর্ববর্তী নিবন্ধলুৎফে এম আইয়ুব সিআইইউর বোর্ড অব ট্রাস্টির নতুন চেয়ারম্যান
পরবর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় সড়ক দুর্ঘটনায় আহত সিএনজি চালকের মৃত্যু