রোটারি ক্লাব অব চিটাগাং হেরিটেজের ২০২৪–২০২৫ বর্ষের নতুন বোর্ড গঠন রোটারিয়ান অ্যাডভোকেট আয়েশা আক্তার সানজির সভাপতিত্বে নগরীর একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। সভায় আগামী ২০২৪–২০২৫ রোটারি বছরের নতুন পূর্ণাঙ্গ বোর্ড ঘোষণা করা হয়। সভায় উপস্থিত ছিলেন ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মো. আবু তৈয়ব,মিনহাজ উদ্দিন নাহিয়ান,মোহাম্মদ মাইনুদ্দিন রতন, আব্দুল কাদের বিপ্লব। নতুন বোর্ডে সভাপতি হিসেবে রোটারিয়ান শোয়েব উদ্দিন খান এবং ক্লাব সেক্রেটারি কাজী হাসানুজ্জামান শান্টু নির্বাচিত হন। কমিটির অন্যান্য কর্মকর্তারা হলেন সদ্য অতীত সভাপতি অ্যাডভোকেট আয়েশা আক্তার সানজি, প্রেসিডেন্ট ইলেক্ট কাজী হাসানুজ্জামান শান্টু,সহ–সভাপতি মোহাম্মদ ওয়াহিদুল আমিন ও মোহাম্মদ একরামুল হুদা, জয়েন্ট সেক্রেটারি পঙ্কজ বিশ্বাস ও মোহাম্মদ ওয়াহিদুল ইসলাম অয়ন, ট্রেজারার মিনহাজ উদ্দিন আহমেদ নাহিয়ান, এডিটর মো. আব্দুল কাদের বিপ্লব, ক্লাব সার্ভিস ডিরেক্টর ডা. গোলাম জিলানী জুয়েল, ভকেশনাল সার্ভিস ডিরেক্টর ডা. সাজ্জাদ রশিদ মারুফ, কমিউনিটি সার্ভিস ডিরেক্টর মোহাম্মদ আতিকুল্লাহ খান, ইয়ুথ সার্ভিস ডিরেক্টর এম এ হান্নান, ইন্টারন্যাশনাল সার্ভিস ডিরেক্টর মোহাম্মদ ওবায়দুল হক মনি, সার্জেন্ট অ্যাট আর্মস রেদওয়ানুল রিদওয়ানুল করিম তুষার ও মুবিনুল কাইফ, ক্লাব লার্নিং ফেসিলেটর মাইনুদ্দিন রতন। প্রেস বিজ্ঞপ্তি।