রাউজানে চার দিনে ৯ গরু চুরি

রাউজান প্রতিনিধি | মঙ্গলবার , ১৬ জুলাই, ২০২৪ at ৮:১৯ পূর্বাহ্ণ

রাউজানে প্রতি সপ্তাহে কোনো না কোনো গ্রামে গরু চুরির ঘটনা ঘটছে। বেপরোয়া হয়ে উঠা চোর দলের কবল থেকে নিজেদের গোয়ালের গরু রক্ষায় এখন বিভিন্ন গ্রামের মানুষ রাত জেগে পাহারা দিতে শুরু করেছে।

জানা যায়, সোমবার ভোররাতে কদলপুর ইউনিয়নের সাইর ফকির বাড়ির মোহাম্মদ ফরহাদের ৩টি ও প্রতিবেশি মনু মিয়ার ২টি গরু গোয়াল থেকে চুরি হয়। গৃহস্তের দাবি চুরি করে নেয়া পাঁচটি গরুর বর্তমান বাজার মূল্য প্রায় ৩ লাখ টাকা। গত সপ্তাহে পাহাড়তলী ইউনিয়ন থেকে ৩টি, বাগোয়ান ইউনিয়নের গশ্চি গ্রামের নুরল আবসারের প্রায় চার লাখ টাকা দামের আরো ৩টি গরু চুরি হয় গত শনিবার। ক্ষতিগ্রস্তরা বলেছেন, গোয়াল ঘরের তালা কেটে চোর গরু চুরি করে নিচ্ছে। গরু চুরি নিয়ে কথা বললে, রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহেদ হোসেন বলেন, গরু চুরির ঘটনা নিয়ে ক্ষতিগ্রস্তরা অভিযোগ নিয়ে থানায় আসে না।

তিনি বলেন, উপজেলার মাসিক সমন্বয় সভায় এমপি মহোদয়ের উপস্থিততে এলাকায় জনপ্রতিনিধিদের অনুরোধ করা হয়েছে স্ব স্ব এলাকার গ্রাম পুলিশকে যাত্রিকালীন টহল ব্যবস্থায় সক্রিয় রেখে টহল পুলিশের সাথে সমন্বয় করে কাজ করতে।

পূর্ববর্তী নিবন্ধকক্সবাজার থেকে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধআনজুমানে আশেকানে মদিনার মাহফিল আজ